বরফ গলাতে উদ্ধবের বাড়িতে মোদী
মুম্বইয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী। যদিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন না দলের প্রাক্তন প্রধান নীতিন গড়কড়ি। এরপরই মাতশ্রীতে শিব সেন প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে যান মোদী। প্রায় পনের মিনিট কথা হয় দুজনের মধ্যে।
মুম্বইয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী। যদিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন না দলের প্রাক্তন প্রধান নীতিন গড়কড়ি। এরপরই মাতশ্রীতে শিব সেন প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে যান মোদী। প্রায় পনের মিনিট কথা হয় দুজনের মধ্যে।
এনডিএতে ভাঙনের পর ২০১৪ লোকসভা নির্বাচনের আগে বিজেপির সবথেকে আস্থার জায়গা শিব সেনা। সেদিক থেকে দেখতে গেলে মোদীর এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর আগে উত্তরাখণ্ড বিপর্যস্ত শুধুমাত্র ১৫,০০০ গুজরাতিকে উদ্ধার করার জন্য শিব সেনার কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল মোদীকে। যদিও, মোদী কখনই অভিযোগ স্বীকার করেননি।
গত ২৩ জুন ২০১৪ লোকসভা ভোটে বিজেপির নির্বাচনী মুখ হওয়ার পর পঞ্জাব থেকে প্রচার শুরু করেছেন মোদী।