মহাকাশ থেকে রাতের বেলায় কেমন লাগে ভারতকে? ছবি প্রকাশ করল নাসা
আমাদের দেশ। ভারতবর্ষ। আমাদের জন্মভূমি। আমাদের মাতৃভূমি। তাকে নিয়ে আমাদের কত গর্ব। শস্য শ্যামলা আমাদের দেশের রূপের মধ্যে কত বৈচিত্র। কোথায় ঘন সবুজ তো কোথাও ধু ধু বালির মরুভূমি। কোথাও বা সাদা পাহাড়ের দেশ। কোথাও আবার সমুদ্র। শুধু তো জাতি, ধর্ম, সংস্কৃতিতে নয়, ভৌগলিক এবং পরিবেশগতভাবেও যে আমাদের দেশ বৈচিত্রের মধ্যে ঐক্য।
ওয়েব ডেস্ক: আমাদের দেশ। ভারতবর্ষ। আমাদের জন্মভূমি। আমাদের মাতৃভূমি। তাকে নিয়ে আমাদের কত গর্ব। শস্য শ্যামলা আমাদের দেশের রূপের মধ্যে কত বৈচিত্র। কোথায় ঘন সবুজ তো কোথাও ধু ধু বালির মরুভূমি। কোথাও বা সাদা পাহাড়ের দেশ। কোথাও আবার সমুদ্র। শুধু তো জাতি, ধর্ম, সংস্কৃতিতে নয়, ভৌগলিক এবং পরিবেশগতভাবেও যে আমাদের দেশ বৈচিত্রের মধ্যে ঐক্য।
এবার আমাদের দেশকে মহাকাশ থেকে ঠিক কেমন লাগে, সেই ছবি প্রকাশ করল নাসা। সেটাও আবার রাতের ছবি। কবির কল্পনার থেকেও যেন বেশি সুন্দর বাস্তবের আমাদের দেশ। এবার আপনিও দেখে নিন মহাকাশ থেকে তোলা মহান ভারতের ছবি।
আরও পড়ুন সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ভারত-বাংলাদেশের ট্রেনের নতুন পরিষেবার উদ্বোধন রেলমন্ত্রী সুরেশ প্রভুর