নীরব মোদী দুর্নীতিকাণ্ডে বন্ধ হল পিএনবি-র মুম্বই শাখা

পঞ্জাব ন্যাশলাল ব্যাঙ্ক দুর্নীতিকাণ্ডে নীরব মোদীর সংস্থার এক আধিকারিক-সহ দুই ব্যাঙ্ককর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই।

Updated By: Feb 19, 2018, 03:06 PM IST
নীরব মোদী দুর্নীতিকাণ্ডে বন্ধ হল পিএনবি-র মুম্বই শাখা

নিজস্ব প্রতিবেদন : ১১ হাজার কোটি টাকার দুর্নীতিকাণ্ডে বন্ধ করে দেওয়া হল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বইয় শাখা। রবিবার মুম্বইয়ে ব্যাঙ্কের ব্র্যাডি রোড শাখায় তল্লাশি চালায় সিবিআই। এখান থেকেই নীরব মোদীর সংস্থা গোটা জালিয়াতি সংগঠিত করেছে বলে খবর।

পঞ্জাব ন্যাশলাল ব্যাঙ্ক দুর্নীতিকাণ্ডে নীরব মোদীর সংস্থার এক আধিকারিক-সহ দুই ব্যাঙ্ককর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই।

আরও পড়ুন- চার সপ্তাহের জন্য নীরব-মেহুলের পাসপোর্ট বাতিল করল বিদেশমন্ত্রক

১১হাজার ৪০০ কোটি টাকার এই দুর্নীতি মামলায়, শুক্রবার ১১টি রাজ্যের ৩৫টি জায়গায় তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। উদ্ধার হয়েছে ৫৪৯ কোটি টাকার হিরে ও সোনা। ইতিমধ্যেই নীরব মোদীর ৫,৬৪৯ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। নীরব মোদীর ২১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে ৮টি সম্পত্তি। সেই সঙ্গে ৪ সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে তাঁর পাসপোর্টও।

এদিকে, এই প্রতারণা মামলায় নীরব মোদীর ফাইভ স্টার ডায়মন্ড সংস্থার মুখ্য অর্থনৈতিক আধিকারিক বিপুল আম্বানিকে জেরা করছেন গোয়েন্দারা। জেরার মুখে রয়েছেন ব্যাঙ্কের ১১ জন আধিকারিকও।  

.