Chhole Bhature Vendor Death: ছোলা সেদ্ধ বসিয়ে ঘুম! ধোঁয়ায় ঢাকল ঘর, মৃত ২...
Noida: শুক্রবার রাতে তারা ছোলা সেদ্ধ করতে বসায়। কোনওক্রমে তারা গ্যাস বন্ধ না করেই ঘুমিয়ে পড়ে। তারপর শনিবার সকালে তাদের বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখায় প্রতিবেশীরা ছুটে যায়। দরজা ভেঙে তারা ঘরে ঢোকে। দুজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। তারপর ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুড ট্রাকে করে ছোলে কুলচে এবং বাটুরা বিক্রি করতেন দুই যুবক। সকালে বিক্রি করতে বেরোতে হবে। এই ভেবেই প্রতিদিনের ঘুমোতে যাওয়ার আগে গ্যাসে ছোলা সেদ্ধ করতে বসায়। কিন্তু সেদ্ধ করতে দিয়ে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। এবং গ্যাস বন্ধ করতে ভুলে যায়। তারপর ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
সারারাত ধরে গ্যাস চলায় ছোলা পুড়ে যায়। গোটা ঘর কালো ধোঁয়ার ভরে যায়। তাতেই তারা শ্বাসরোধ হয়ে যায় মারা যায়। ঘটনাটি ঘটে, উত্তরপ্রদেশে নয়ডার সেক্টর ৭০-এ। জানা গিয়েছে, বাসাই গ্রামে ২২ বছরের উপেন্দ্র এবং ২৩ বছরের শিবম দুজনে সেখানে ভাড়া বাড়ি থাকতেন। নিজেরাই বাড়িতে ছোলে বাটুরে রান্না করতেন। রোজ সকালে নিজেদের ফুড ট্রাক নিয়ে সেই খাবার বেচতে বেরিয়ে পড়তেন। কিন্তু সেদিন সকালে আর সেটা হল না। মর্মান্তিক ঘটনা শোকের ছায়া এলাকায়।
আরও পড়ুন:Weather Update: ঘন কুয়াশায় ঢাকবে বাংলা! সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা...
পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে তারা ছোলা সেদ্ধ করতে বসায়। কোনওক্রমে তারা গ্যাস বন্ধ না করেই ঘুমিয়ে পড়ে। তারপর শনিবার সকালে তাদের বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখায় প্রতিবেশীরা ছুটে যায়। দরজা ভেঙে তারা ঘরে ঢোকে। দুজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ৩৯ নম্বর সেক্টরের জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। তাঁদের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। দেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘরে কোনও বাতাস বের হওয়ার জায়গা ছিল না। ফলে ধোঁয়া এবং কার্বন মনোক্সাইড জমা হয়। কার্বন মনোক্সাইড একটি বিষাক্ত গ্যাস। এর কোনও গন্ধও থাকে না। গ্যাস ওভেন, স্টোভ, গ্রিল, জেনারেটর, গাড়ি, ট্রাকের জ্বালানি পুড়েই ওই বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ঘরে হাওয়া পাশ হওয়ার কোনও জায়গা না থাকায়, গ্যাস তাদের শরীরে ঢোকে। দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)