এনআরআইদের ব্যাঙ্ক আকাউন্টের সঙ্গে আধার যোগ বাধ্যতামূলক নয়
আধার বাধ্যতামূলক হচ্ছে না পার্সন অব ইন্ডিয়ান অরিজিন(পিআইও) ও ওভারসিজ সিটিজেনস অব ইন্ডিয়া(ওসিআই)-দের ক্ষেত্রেও
নিজস্ব প্রতিবেদন: অনাবাসী ভারতীয়দের জন্য সুখবর। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান সংযুক্তিরণ থেকে তাদের রেহাই দিল আধারের নিয়ামক সংস্থা। বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের জন্যও একই নিয়ম বলবত্ হয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে আধার বাধ্যতামূলক হওয়ার পর অনাবাসী ভারতীয়রা এনিয়ে প্রবল আপত্তি করেন। শুশশুক্রবার এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে আধারের নিয়ামক সংস্থা জানিয়েছে, আইন অনুসারে অনাবাসী ভারতীয়দের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। যেসব অনাবাসী ভারত সরকারের সুযোগ সুবিধা ভোগ করেন শুধুমাত্র তাদেরই আধার নথিভুক্ত করতে হবে।
আরও পড়ুন-বিশ্বমঞ্চে চিনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত দেখিয়েছেন মোদী, মত মার্কিন বিশেষজ্ঞের
উল্লেখ্য, অনাবাসীরা ছাড়াও আধার বাধ্যতামূলক হচ্ছে না পার্সন অব ইন্ডিয়ান অরিজিন(পিআইও) ও ওভারসিজ সিটিজেনস অব ইন্ডিয়া(ওসিআই)-দের ক্ষেত্রেও।