দেশজুড়ে আরবিআইতে নিয়োগ ৫২৬ শূন্যপদে

দেশজুড়ে আরবিআই বিভিন্ন শাখায় অফিস অ্যাটেন্ড্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ৫২৬। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৭ ডিসেম্বর। ২০১৭-র ডিসেম্বর অথবা ২০১৮-র জানুয়ারিতে অনলাইনে নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষার নির্দিষ্ট তারিখ পরে আরবিআইয়ের সরকারি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

Updated By: Nov 18, 2017, 04:54 PM IST
দেশজুড়ে আরবিআইতে নিয়োগ ৫২৬ শূন্যপদে

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে আরবিআই বিভিন্ন শাখায় অফিস অ্যাটেন্ড্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ৫২৬। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৭ ডিসেম্বর। ২০১৭-র ডিসেম্বর অথবা ২০১৮-র জানুয়ারিতে অনলাইনে নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষার নির্দিষ্ট তারিখ পরে আরবিআইয়ের সরকারি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

কোথায় কত শূন্যপদ?
আমদাবাদ- ৩৯
বেঙ্গালুরু- ৫৮
ভোপাল- ৪৫
চণ্ডীগড়- ৪২
সিমলা- ৫
চেন্নাই- ১০
গুয়াহাটি- ১০
হায়দরাবাদ- ২৭
জম্মু- ১৯
লখনউ- ১৩
কলকাতা-১০
মুম্বই- ১৪৪
নভি মুম্বই- ১৫
পানাজি- ৬
নাগপুর-৯
দিল্লি- ২৭
তিরুবনন্তপুরম- ৪৭

আরও পড়ুন, আত্মবিশ্বাসী মোদীর পরবর্তী লক্ষ্য, '১ বিলিয়ন-১ বিলিয়ন-১ বিলিয়ন'

আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। তবে সংরক্ষিত তালিকাভুক্ত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে।

বেসিক পে- ১০,৯৪০ টাকা। এরসঙ্গে ডিএ, পরিবার ভাতা, বাড়িভাড়া ভাতা সহ বিভিন্ন ভাতা রয়েছে।

আবেদন ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তির জন্য লগ ইন করুন rbi.org.in -এ।

.