ওড়িশায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫
মন্দাদরি নদীতে জল স্তর বেড়ে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে বেশকিছু গ্রাম। ওড়িশা বন্যায় এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। জলবন্দি রয়েছেন ৪.৮ লক্ষ মানুষ। জলমগ্ন হয়েছে ওড়িশার ৪৬০ গ্রাম।
কটক: মন্দাদরি নদীতে জল স্তর বেড়ে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে বেশকিছু গ্রাম। ওড়িশা বন্যায় এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। জলবন্দি রয়েছেন ৪.৮ লক্ষ মানুষ। জলমগ্ন হয়েছে ওড়িশার ৪৬০ গ্রাম।
বন্যার প্রভাব পরেছে ৩২ লক্ষ মানুষের জনজীবনে। ডেপুটি রিলিফ কমিশনার প্রভাত রঞ্জন মহাপাত্র জানিয়েছেন, মহানদীর বদ্বীপ অঞ্চল সবথেকে বেশি প্রভাবিত হয়েছে।
দেশের উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হচ্ছে না। ওড়িশায় বিপদসীমার উপর দিয়ে বইছে মহানদী। জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জয়পুর, আজমের, যোধপুর, উদয়পুর সহ রাজস্থানের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে চারজনের। টানা বৃষ্টিতে ধ্বস নামে হিমাচলপ্রদেশ ও উত্তরাঞ্চলের কিছু জায়গায়।