ভিডিয়ো: বাস্তবেই 'তারে জমিন পর', নেচে-গেয়ে ছাত্রদের পড়িয়ে ভাইরাল ওড়িশার শিক্ষক

একঘেয়ে পড়াশুনোকে কচিকাচার কাছে আকর্ষণীয় করে তুলতে অভিনব পন্থা নিলেন কোরাপুটের লামতাপুর উচ্চ-প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রফুল্লকুমার পাথি। 

Updated By: Aug 26, 2019, 08:48 PM IST
ভিডিয়ো: বাস্তবেই 'তারে জমিন পর', নেচে-গেয়ে ছাত্রদের পড়িয়ে ভাইরাল ওড়িশার শিক্ষক

নিজস্ব প্রতিবেদন : 'তারে জমিন পর' সিনেমায় আঁকার শিক্ষকের ভূমিকায় সবার মন জয় করে নিয়েছিলেন অভিনেতা আমির খান। নাচে-গানে হালকা মেজাজে খুদে ছাত্র-ছাত্রীদের পড়াতে দেখা গিয়েছিল তাঁকে। এবার বাস্তবেই এমন এক শিক্ষকের খোঁজ মিলল ওড়িশায়। একঘেয়ে পড়াশুনোকে কচিকাচাদের কাছে আকর্ষণীয় করে তুলতে অভিনব পন্থা নিলেন কোরাপুটের লামতাপুর উচ্চ-প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রফুল্লকুমার পাথি। নাচে-গানে মাতিয়ে তুললেন ছোট্ট ক্লাসরুম। মজার গানের মাধ্যমেই চলল ইতিহাস, ইংরাজী ও ওড়িয়া ভাষার পঠনপাঠন। 

 

 

প্রধান শিক্ষকের এই প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর ক্লাসরুমের ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, নাচ-গান, হাসি, মজার মাধ্যমেই পড়াচ্ছেন শিক্ষক। প্রধান শিক্ষকদের সাধারণত রাশভারী রূপেই কল্পনা করে থাকে ছাত্রছাত্রীরা। কিন্তু এখানে ছবিটা সম্পূর্ণ উল্টো। নাচ-গানের মাধ্যমে পড়াশুনোর আনন্দে মেতেছে খুদেরাও। গ্রামাঞ্চলে যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই ক্লাসে ছাত্রদের ধরে রাখা কঠিন, সেখানে নিজেরাই ক্লাস করতে আগ্রহী তারা। 

আরও পড়ুন : তুকতাক করে একের পর এক বিজেপি নেতাকে মেরে ফেলছে বিরোধীরা, চাঞ্চল্যকর দাবি প্রজ্ঞা ঠাকুরের

চেনা ছকের বাইরে পড়াশুনো শেখানোর মাধ্যমে ছাত্রদের আকৃষ্ট করাই মূল উদ্দেশ্য, জানালেন ওই শিক্ষক। ক্লাস নেওয়ার আগে নিজেই গানগুলি লেখেন বলে জানালেন তিনি। প্রায় ২০০৮ সাল থেকেই এভাবে পড়াচ্ছেন তিনি। এর ফলে স্কুলছুটের সংখ্যাও কমেছে বলে জানালেন তিনি। একঘেয়ে পড়াশুনোকে যদি নতুন মোড়কে এনে ছাত্রদের মন জয় করা যায়, তবে ক্ষতি কী!

.