ফের বাড়ছে পেট্রোলের দাম

শনিবার মধ্যরাত থেকেই ফের বাড়তে পারে পেট্রোলের দাম। এদিন সন্ধ্যায় তেল কোম্পানিগুলির জরুরি বৈঠকের পরই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষিত হওয়ার সম্ভাবনা।

Updated By: Mar 31, 2012, 12:03 PM IST

শনিবার মধ্যরাত থেকেই ফের বাড়তে পারে পেট্রোলের দাম। এদিন সন্ধ্যায় তেল কোম্পানিগুলির জরুরি বৈঠকের পরই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষিত হওয়ার সম্ভাবনা। সূত্রে খবর, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির তরফে পেট্রোলের দাম লিটারপ্রতি কমপক্ষে ৩ টাকা বাড়ানোর ব্যাপারে ইতিমধ্যেই বার্তা পাঠানো হয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের কাছে। প্রসঙ্গত, ২০১০ সালে কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা পুরোপুরি তেল সংস্থাগুলির উপর ছেড়ে দেয়। নয়া বিধি অনুযায়ী, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের মত সংস্থাগুলিকে পেট্রোলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করার আগে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের সঙ্গে আলোচনা করে নিতে হয়।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির যুক্তি, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় প্রতি লিটার পেট্রলে লোকসানের পরিমাণ দাঁডিয়েছে ৬ টাকা ৪৩ পয়সা। এর উপর যুক্ত হচ্ছে ২০ শতাংশ বিক্রয়কর। কিছুদিন আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে লিটার প্রতি পেট্রলের দাম ৭৮ পয়সা কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। সে সময়ই বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছিলেন, নির্বাচনের কথা মাথায় রেখে নেওয়া এই `রাজনৈতিক মূল্যহ্রাস`-এর সিদ্ধান্ত ভোটের পরই প্রত্যাহৃত হবে। কার্যক্ষেত্রে সে কথাই সত্যি হতে চলেছে।

.