কীভাবে দেশের ৭৩ শতাংশ সম্পদ ১ শতাংশের হাতে, মোদীকে প্রশ্ন করে মোক্ষম জবাব পেলেন রাহুল
অক্সফাম নামে এক সমীক্ষক সংস্থার সমীক্ষার ফল সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই মঙ্গলবার শোরগোল শুরু হয়। সমীক্ষায় দাবি করা হয়, ভারতের ৭৩ শতাংশ সম্পদ দেশের ১ শতাংশ মানুষের হাতে রয়েছে। এদিন টুইচে রাহুল গান্ধী লেখেন, 'প্রিয় মোদীজি, সুইত্জারল্যান্ডে আপনাকে স্বাগত। কী করে দেশের ৭৩ শতাংশ সম্পদ ১ শতাংশ মানুষ কুক্ষিগত করে রাখতে পারে সেবিষয়ে দাভোসে দাঁড়িয়ে কিছু আলোকপাত করুন।
ওয়েব ডেস্ক: দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যখন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখনই তাঁকে কটাক্ষ ছুঁড়ে দিলেন রাহুল গান্ধী। মঙ্গলবার দুপুরে এক টুইটে রাহুল প্রশ্ন করেন, কেন দেশের ৭৩ শতাংশ সম্পদ ১ শতাংশ মানুষের হাতে সীমাবদ্ধ।
Dear PM,
Welcome to Switzerland! Please tell DAVOS why 1% of India’s population gets 73% of its wealth? I’m attaching a report for your ready reference. https://t.co/lLSNOig5pE— Office of RG (@OfficeOfRG) January 23, 2018
অক্সফাম নামে এক সমীক্ষক সংস্থার সমীক্ষার ফল সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই মঙ্গলবার শোরগোল শুরু হয়। সমীক্ষায় দাবি করা হয়, ভারতের ৭৩ শতাংশ সম্পদ দেশের ১ শতাংশ মানুষের হাতে রয়েছে। এদিন টুইচে রাহুল গান্ধী লেখেন, 'প্রিয় মোদীজি, সুইত্জারল্যান্ডে আপনাকে স্বাগত। কী করে দেশের ৭৩ শতাংশ সম্পদ ১ শতাংশ মানুষ কুক্ষিগত করে রাখতে পারে সেবিষয়ে দাভোসে দাঁড়িয়ে কিছু আলোকপাত করুন।
আরও পড়ুন - কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ফেসবুক পোস্ট করে বিতর্কে জড়ালেন শ্যামল চক্রবর্তী
Why disturb the PM Sh @OfficeOfRG ji ..He’s working hard to attract investment to India
I will answer your question Sir ..
Rahul ji it’s the misgivings of your ancestors who ruled India for most of the time since independence that 1% of India’s population gets 73% of wealth! https://t.co/ZrtBV0dfFv— Sambit Patra (@sambitswaraj) January 23, 2018
এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ না খুললেও জবাব দিয়েছেন বিজেপি মুখপাত্র সন্দীপ পাত্র। তিনি বলেন, গোটাটাই পূর্বতন সরকারের নীতির ফল। তাদের ভুল নীতির জেরেই অর্থনৈতিক বৈষম্য বেড়েছে।