১২ ঘণ্টা পেট্রোল পাম্প বন্ধ রাখার প্রস্তাব খারিজ প্রধানমন্ত্রীর

জ্বানালির খরচ কমাতে ১২ ঘণ্টা পেট্রোল পাম্প বন্ধ রাখার প্রস্তাব খারিজ করে দিলেন প্রধানমন্ত্রী। ডলারের  তুলনায় টাকার দাম পড়ে যাওয়ায় বিদেশ থেকে তেল আমদানির খরচ বেড়ে গেছে। এই অবস্থায় জ্বালানির ব্যবহার কমানোই একমাত্র পথ বলে মনে করেন পেট্রোলিয়াম মন্ত্রক। আর তাই পেট্রোলিয়াম মন্ত্রীর প্রস্তাব ছিল, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হোক পেট্রোল পাম্পগুলি। সেই প্রস্তাবই খারিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানানো হয়েছে, পেট্রোলিয়াম মন্ত্রকের প্রস্তাবে সায় দিলে দেশবাসীর কাছে ভুল বার্তা যাবে।

Updated By: Sep 2, 2013, 01:42 PM IST

জ্বানালির খরচ কমাতে ১২ ঘণ্টা পেট্রোল পাম্প বন্ধ রাখার প্রস্তাব খারিজ করে দিলেন প্রধানমন্ত্রী। ডলারের  তুলনায় টাকার দাম পড়ে যাওয়ায় বিদেশ থেকে তেল আমদানির খরচ বেড়ে গেছে। এই অবস্থায় জ্বালানির ব্যবহার কমানোই একমাত্র পথ বলে মনে করেন পেট্রোলিয়াম মন্ত্রক। আর তাই পেট্রোলিয়াম মন্ত্রীর প্রস্তাব ছিল, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হোক পেট্রোল পাম্পগুলি। সেই প্রস্তাবই খারিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানানো হয়েছে, পেট্রোলিয়াম মন্ত্রকের প্রস্তাবে সায় দিলে দেশবাসীর কাছে ভুল বার্তা যাবে।

.