২০ ঘণ্টায় ১০ লাখ Likes, PM Modi-র এই ছবি ঝড় তুলেছে ইন্টারনেটে
নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কেন্দ্রের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন- সাদা কুর্তা-পাজামা। গায়ে জড়ানো ঘিয়ে রঙা শাল। গাল ভর্তি সাদা দাড়ি ঝুলেছে প্রায় গলা পর্যন্ত। চুলও নেমেছে ঘাড় পর্যন্ত। চোখে রিমলেস চশমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) লুকস নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। লকডাউনের পর থেকেই নতুন লুকস-এ দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে। সেইসঙ্গে PM Modi-র Dressing sense-ও নজর কেড়েছে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কেন্দ্রের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- কোকরাঝাড়ে অনুপ্রবেশ নিয়ে সুর চড়ালেও CAA নিয়ে নীরব Amit Shah
কলকাতায় পা রাখার পর বিমানবন্দরে তোলা তাঁর একটি ছবি Viral হয়েছে। শনিবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আয়োজিত সেই অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন প্রধানমন্ত্রী। প্রায় বাঙালি বেশেই এসেছিলেন তিনি। কলকাতায় পা রাখার পরই PM Modi-র অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়। সেই ছবিটি ২০ ঘণ্টায় ১০ লাখ লাইকস পেয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠানে অংশ নেওয়ার আগেই তোলা সেই ছবি। এখনও পর্যন্ত দশ হাজারের বেশি শেয়ার হয়েছে প্রধানমন্ত্রীর সেই ছবি।