ভোপাল আতঙ্ক উত্তরাখণ্ডে, বিষাক্ত গ্যাস লিক করে অসুস্থ বহু
ওয়েব ডেস্ক : উত্তরাখণ্ডের 'জল সংস্থান'-এ লিক করল বিষাক্ত ক্লোরিন গ্যাস। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন ২০ জন। ঘটনার সঙ্গে সঙ্গেই অসুস্থদের প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালি করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকা। এই ঘটনায় উস্কে উঠেছে ভোপাল আতঙ্কের স্মৃতি। গ্যাস জানা গেছে, লিক করার পর প্রত্যেকে চোখে জ্বালা অনুভব করতে থাকেন। সেইসঙ্গে গা বমি বমি ভাব।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, তিনি নিজে পরিস্থিতির তদারকি করছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণাধীন বলে আশ্বস্ত করেছেন তিনি। অসুস্থদের প্রত্যেকের চিকিত্সায় সম্পূর্ণ সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। ইতিমধ্যেই গ্যাস লিক হওয়ার কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত।
উত্তরাখণ্ড রাজ্যে এমনিতেই জলকষ্ট রয়েছে। তাই এলাকা ভিত্তিতে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জলের সরবরাহ বাড়ানোর জন্যই এই 'জল সংস্থান' প্রকল্প। একইসঙ্গে এই প্রকল্পে জোর দেওয়া হয় নিকাশী ব্যবস্থার উপরও।
আরও পড়ুন, ১,৩০০ ভুলে ১ লাখ ৩০! সামান্য ভুলে বড় বিপদ