অরুণাচল প্রদেশে জারি করা হল রাষ্ট্রপতি শাসন

ধোপে টিঁকল না কংগ্রেসের আপত্তি। অরুণাচল প্রদেশে জারি হল রাষ্ট্রপতি শাসন। আজ বিকেলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ঠিক কী কারণে,কেন্দ্রীয় মন্ত্রিসভা রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছে তা প্রণব মুখোপাধ্যায়কে বুঝিয়ে বলেন তিনি। এরপরই কেন্দ্রের সুপারিশে সিলমোহর দেন রাষ্ট্রপতি। অবসরপ্রাপ্ত IAS  জি এস পট্টনায়েক এবং দিল্লি পুলিসের প্রাক্তন প্রধান Y S DADWAL-কে রাজ্যপালের উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। গতকালই রাষ্ট্রপতি শাসন সুপারিশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে  কংগ্রেস। কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসন সুপারিশের কারণ জানতে চান রাষ্ট্রপতিও। রাজনৈতিক চাপানউতোরের পর আজ শেষপর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারির ফাইলে সই করলেন প্রণব মুখোপাধ্যায়। নাবাম টুকির মতে, পরিকল্পনামাফিক রাষ্ট্রপতি শাসন জারি করেছে কেন্দ্র।

Updated By: Jan 26, 2016, 11:32 PM IST
অরুণাচল প্রদেশে জারি করা হল রাষ্ট্রপতি শাসন

ওয়েব ডেস্ক: ধোপে টিঁকল না কংগ্রেসের আপত্তি। অরুণাচল প্রদেশে জারি হল রাষ্ট্রপতি শাসন। আজ বিকেলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ঠিক কী কারণে,কেন্দ্রীয় মন্ত্রিসভা রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছে তা প্রণব মুখোপাধ্যায়কে বুঝিয়ে বলেন তিনি। এরপরই কেন্দ্রের সুপারিশে সিলমোহর দেন রাষ্ট্রপতি। অবসরপ্রাপ্ত IAS  জি এস পট্টনায়েক এবং দিল্লি পুলিসের প্রাক্তন প্রধান Y S DADWAL-কে রাজ্যপালের উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। গতকালই রাষ্ট্রপতি শাসন সুপারিশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে  কংগ্রেস। কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসন সুপারিশের কারণ জানতে চান রাষ্ট্রপতিও। রাজনৈতিক চাপানউতোরের পর আজ শেষপর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারির ফাইলে সই করলেন প্রণব মুখোপাধ্যায়। নাবাম টুকির মতে, পরিকল্পনামাফিক রাষ্ট্রপতি শাসন জারি করেছে কেন্দ্র।

.