তিন বছরেই মিলবে গ্রাচুইটি, চুক্তিভিত্তিক কর্মীদেরও আওতায় আনার ভাবনা কেন্দ্রের

গ্রাচুইটি পাওয়ার সময়সীমা ৫ বছর থেকে কমিয়ে ৩ বছর করার সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। এছাড়া গ্রাচুইটি হিসাব করার পদ্ধতিতেও বদলের পরিকল্পনা রয়েছে তাদের। তবে শ্রমিক সংগঠনগুলির তরফে গ্রাচুইটির সময়সীমা আরও কমানোর সিদ্ধান্ত হয়েছে। 

Updated By: Nov 12, 2018, 03:36 PM IST
তিন বছরেই মিলবে গ্রাচুইটি, চুক্তিভিত্তিক কর্মীদেরও আওতায় আনার ভাবনা কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের আগে আম জনতার মন জিততে কোমর বেঁধে নেমেছে সরকার। বিশেষ করে চাকুরিজীবী মধ্যবিত্তকে খুশি করতে নানা ভাবে চেষ্টা চালাচ্ছে তারা। কেন্দ্রীয় সরকার ছাড়াও সপ্তম বেতন কমিশনের সুপারিশ লাগু করেছে একাধিক বিজেপিশাসিত রাজ্য। সরকারি কর্মীদের পর এবার বেসরকারি কর্মচারীদেরও কাছে টানতে চাইছে মোদী সরকার। সূত্রের খবর, গ্রাচুইটির সময়সীমা কমাতে চলেছে কেন্দ্র।

৩ বছর পার করলেই মিলবে গ্রাচুইটি?

বর্তমানে কোনও কর্মী একটানা ৫ বছর কোনও সংস্থায় নিযুক্ত থাকলে গ্রাচুইটি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সেই সময়সীমা কমিয়ে ৩ বছর করার পরিকল্পনা চলছে। এজন্য শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের মতামত জানতে চেয়েছে শ্রম মন্ত্রক। গ্রাচুইটি পাওয়ার যোগ্যতার সময়সীমা কমালে তার কী প্রভাব পড়তে পারে জানতে চেয়েছে কেন্দ্র। 

শাহ পদবী আরবি! বিজেপি সভাপতির নাম পরিবর্তনে আর্জি জানালেন ইতিহাসবিদ হাবিব

বদলাবে গ্রাচুইটির হিসাব নিকেশ

সূত্রের খবর, গ্রাচুইটি পাওয়ার সময়সীমা ৫ বছর থেকে কমিয়ে ৩ বছর করার সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। এছাড়া গ্রাচুইটি হিসাব করার পদ্ধতিতেও বদলের পরিকল্পনা রয়েছে তাদের। তবে শ্রমিক সংগঠনগুলির তরফে গ্রাচুইটির সময়সীমা আরও কমানোর সিদ্ধান্ত হয়েছে। 

চুক্তিভিত্তিক কর্মীরাও পেতে পারেন সুবিধা

এছাড়া নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত কর্মীদেরও গ্রাচুইটির যোগ্য বলে ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে কার্যকালের সমানানুপাতে গ্রাচুইটি পাবেন তাঁরা। এর ফরে নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত কর্মচারীরাও স্থায়ী কর্মীর মতো সুযোগ সুবিধা পাবেন। 

     

.