Tirupati: প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি? তিরুপতি-কাণ্ডে গ্রেফতার ৪, তদন্তে সিবিআই...

Tirupati Laddoo Row: প্রসাদী লাড্ডু রাজ্যের বাইরেও যায়। তিরুপতি মন্দিরের রান্নাঘরে প্রতি দিন লক্ষাধিক লাড্ডু তৈরি হয়। তিরুপতি মন্দিরে রোজ আসেন প্রায় ৬০,০০০ পুণ্য়ার্থী।

Updated By: Feb 10, 2025, 10:08 AM IST
Tirupati: প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি? তিরুপতি-কাণ্ডে গ্রেফতার ৪, তদন্তে সিবিআই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মারাত্মক অভিযোগ তুলেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। পূর্ববর্তী ওয়াইএসআর কংগ্রেসকে নিশানা করে চন্দ্রবাবু বলেন, আগের সরকারের আমলে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরি হত অত্যন্ত নিম্মামনের উপকরণ দিয়ে। শুধু তাই নয় এতে মেশানো হতো পশুর চর্বি। 

আরও পড়ুন- শাহের সঙ্গে বৈঠকের পরই পদত্যাগ মণিপুরের মুখ্যমন্ত্রীর!

সেই হাইভোল্টেজ মামলার তদন্তে এবার চার অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। প্রসাদী লাড্ডুর জন্য যে ঘি ব্যবহার করা হত, সেই ঘিয়ের টেন্ডারে দুর্নীতি রয়েছে তার অভিযোগ রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি বিশেষ তদন্তকারী দল। মোট চারটি ডেয়ারি সংস্থার প্রধান। 

উল্লেখ্য, অমরাবতীতে এনডিএ বিধায়করদের এক বৈঠকে চন্দ্রবাবু বলেছিলেন, ওঁরা তিরুমালার লাড্ডুও তৈরি করত নিম্নমানের সামগ্রী দিয়ে। ওঁরা ঘিয়ের বদলে পশুর চর্বিও ব্যবহার করত। এখন শুদ্ধ ঘি ব্য়বহার করা হয় এমনকি সব সামগ্রী শুদ্ধ করা হয়।

তিরুপতি মন্দিরে রোজ আসেন প্রায় ৬০,০০০ পুণ্য়ার্থী। মন্দির দর্শনের পর তাঁরা প্রসাজী লাড্ডু কেনেন। প্রসাদী লাড্ডু রাজ্যের বাইরেও যায়। তিরুপতি মন্দির কর্তৃপক্ষের দেওয়া একটি হিসেব মতো ঘটনার পরে তিরুপতি মন্দির থেকে প্রায় ১৪ লাখ লাড্ডু বিক্রি হয়েছে। পাশাপাশি গত ১৯ সেপ্টেম্বর মন্দির থেকে লাড্ডু বিক্রি হয়েছে ৩.১৭ লাখ, ২০ সেপ্টেম্বর বিক্রি হয়েছে ৩.৬৭ লাখ লাড্ডু, ২১ সেপ্টেম্বর বিক্রি হয়েছে ৩.৬০ লাখ লাড্ডু এবং ২২ সেপ্টেম্বর বিক্রি হয়েছে ৩.৫০ লাখ লাড্ডু বিক্রি হয়েছিল।

আরও পড়ুন- যৌথ বাহিনীর অভিযানে ফের সাফল্য, ছত্তীসগড়ে এবার খতম ৩১ মাওবাদী!

আদালত একটি বিশেষ দল গঠন করেছে। সেই দল ইতিমধ্যেই চার ডেয়ারি সংস্থার প্রধানকে গ্রেফতার করেছে। ধৃতেরা হলেন, রুড়কির ভোলেবাবা ডেয়ারির প্রাক্তন নির্দেশক বিপিন জৈন, বৈষ্ণবী ডেয়ারির সিইও অপূর্ব বিনয়কান্ত চাবড়া, এআর ডেয়ারির এমডি রাজু রাজশেখরন-সহ আরও একজন। তদন্তকারীদের দাবি, মন্দিরের ঘি জোগান দিতে ভুয়ো তথ্য দিয়ে এআর ডেয়ারির নামে টেন্ডার আদায় করেছিল বৈষ্ণবী ডেয়ারি। খোঁজ মিলেছে, এই পরিমাণ ঘিয়ের জোগান দেওয়ার ক্ষমতাই নেই ভোলেবাবা ডেয়ারির। তিরুপতি মন্দিরের রান্নাঘরে প্রতি দিন লক্ষাধিক লাড্ডু তৈরি হয়। তাতে প্রায় কেজি খানেক ঘি ব্যবহার হয়ে থাকে। সেই বিতর্কের মাঝেই সুপ্রিম কোর্ট যে দল গঠন করে দিয়েছিল, তারাই গ্রেফতার করল চারজনকে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.