কংগ্রেসের জামানত জব্দ হলেও যোগীর রাজ্যে বিজেপির হারে উল্লসিত রাহুল

ত্রিপুরার পর উত্তরপ্রদেশেও হতশ্রী ফল কংগ্রেসের। দুটি আসনেই জামানত জব্দ। সপা প্রার্থী জেতায় খুশি রাহুল গান্ধী।  

Updated By: Mar 14, 2018, 07:04 PM IST
কংগ্রেসের জামানত জব্দ হলেও যোগীর রাজ্যে বিজেপির হারে উল্লসিত রাহুল

নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবির পরই বিজেপিকে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল এদিন বলেন, ফলাফলেই স্পষ্ট বিজেপির উপরে মানুষ ক্ষুব্ধ। তবে বিজেপি হারলেও রাহুলের দলের অস্বস্তি আরও বেড়েছে। গোরক্ষপুর ও ফুলপুর-দু'টি লোকসভা কেন্দ্রেই জামানত জব্দ হয়েছে কংগ্রেসের। তবু সেই বিজেপির হারকেই বড় করে দেখতে আগ্রহী রাহুল।
                

উত্তরপ্রদেশ ও বিহারের উপনির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই রাহুল টুইটারে লেখেন, ''জয়ী প্রার্থীদের শুভেচ্ছা। ভোটের ফলেই স্পষ্ট, বিজেপির উপরে মানুষ ক্ষুব্ধ। যে বিরোধী দলের জেতার সম্ভাবনা বেশি, সেই দলকেই বেছে নিচ্ছেন তাঁরা।''

 

ত্রিপুরায় বিরোধী দল থেকে প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে কংগ্রেস। ভোটের হার ১ শতাংশে নেমে গিয়েছে তাদের। সেই কংগ্রেসেরই আবার জামানত বাজেয়াপ্ত হল উত্তরপ্রদেশে। রাহুলের আশ্বাস, ''উত্তরপ্রদেশে কংগ্রেসকে নতুন রূপে গড়ে তুলতে তত্পর আমরা। তবে সেটা রাতারাতি হবে না।''    

আরও পড়ুন- যোগীর গড়েই বিজেপিকে ধাক্কা দিল পিসি-ভাইপোর জুটি
     

রাজনৈতিক মহলের মতে, বিজেপি বিরোধী হাওয়া তৈরি হলেও হারানো বিশ্বাস ফিরে পাচ্ছে না কংগ্রেস। ২০১৯ সালের আগে তা নিশ্চিতভাবেই চিন্তায় রাখবে কংগ্রেসকে। বিরোধী দলগুলির সঙ্গে দরাদরিতেও প্রভাব পড়তে পারে এর। কিন্তু এসবের মধ্যেও সনিয়ার বাসভবনে মোদী বিরোধী রাজনৈতিক দলগুলিকে মঙ্গলবার নৈশভোজে আমন্ত্রণ জানানোর পরদিন এমন ফলাফল, নিঃসন্দেহে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির স্বস্তি বাড়াচ্ছে।   

আরও পড়ুন- বিহারে বিজেপি জোটকে ধরাশায়ী করল লালুহীন আরজেডি 

 

.