রাহুল গান্ধীকে ৫০০ কোটি টাকার আইনি নোটিশ ধরাল এজিপি

বুধবার কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীকে ৫০০ কোটি টাকার আইনি নোটিস ধরাল অসম গণ পরিষদের যুব শাখা। কিছুদিন আগেই সোনিয়া তনয় মন্তব্য করেছিলেন যে অসম গণ পরিষদ দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেছিল জঙ্গী গোষ্ঠীর হাত ধরে। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তরুণ গগোই কংগ্রেস সহসভাপতির বক্তব্য সমর্থন করে এজিপি আর আলফাকে একই মুদ্রার এপিঠ ওপিঠ বলে মন্তব্য করেন। এই মন্তব্যের পরেই গণপরিষদের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়।

Updated By: Jun 6, 2013, 01:10 PM IST

বুধবার কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীকে ৫০০ কোটি টাকার আইনি নোটিস ধরাল অসম গণ পরিষদের যুব শাখা। কিছুদিন আগেই সোনিয়া তনয় মন্তব্য করেছিলেন যে অসম গণ পরিষদ দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেছিল জঙ্গী গোষ্ঠীর হাত ধরে। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তরুণ গগোই কংগ্রেস সহসভাপতির বক্তব্য সমর্থন করে এজিপি আর আলফাকে একই মুদ্রার এপিঠ ওপিঠ বলে মন্তব্য করেন। এই মন্তব্যের পরেই গণপরিষদের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়।
এজিপির যুব শাখা তাদের আইনি নোটিসে রাহুল গান্ধীকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করার ১৫দিন সময় দিয়েছে।
এজিপির যুব সংঘটনের প্রেসিডেন্ট কিশোর উপাধ্যায় জানিয়েছেন ``যদি কংগ্রেস সহসভাপতি ক্ষমা না চান সেক্ষেত্রে দলের মর্যাদা কালিমালিপ্ত করার জন্য তাঁকে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের দল ছ`বছর ধরে বিদেশীদের বিরুদ্ধে লাগাতার লড়াই করে যাচ্ছে।``

.