গরম হটাও, ভল্লুকদের জন্য বসল কুলার

প্রতিদিনের খাবারের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে তরমুজ। সঙ্গে দিনে বেশ কয়েকবার করে স্নান। কিন্তু, তাতেও গরমের হাত থেকে দেওয়া যাচ্ছে না স্বস্তি। তাই, এবার বন্দোবস্ত করা হয়েছে কুলারের। আর তাতেই এখন খোশমেজাজে রয়েছে আগ্রার ভল্লুক রেসকিউ সেন্টারের অতিথিরা।

Updated By: Jun 6, 2013, 10:00 AM IST

প্রতিদিনের খাবারের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে তরমুজ। সঙ্গে দিনে বেশ কয়েকবার করে স্নান। কিন্তু, তাতেও গরমের হাত থেকে দেওয়া যাচ্ছে না স্বস্তি। তাই, এবার বন্দোবস্ত করা হয়েছে কুলারের। আর তাতেই এখন খোশমেজাজে রয়েছে আগ্রার ভল্লুক রেসকিউ সেন্টারের অতিথিরা।
তীব্র গরমেও এখন বেশ আরামেই রয়েছে স্লথ বিয়াররা। জঙ্গলে আহত অবস্থায় কাউকে উদ্ধার করা হয়েছে। কাউকে বাঁচানো হয়েছে খেলা দেখানোর হাত থেকে। ছয় একরের এই রেসকিউ সেন্টারে আজ ওরা অনেকটাই সুরক্ষিত। কিন্তু, প্রচণ্ড গরমের দাপট এখন কাবু করে দিয়েছে ভল্লুকদের।
তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়ায়। খাঁচার মধ্যে করে দেওয়া ছোট্ট পুকুরে বারবার গা-ভিজিয়েও যেন স্বস্তি নেই। আর সেই কারণেই নতুন করে ভাবনাচিন্তা শুরু করেন রেসকিউ সেন্টারের আধিকারিকরা। কারণ, এখানে যে ভল্লুকদের নিয়ে আসা হয়েছে, তাদের অধিকাংশই আহত।
খাবারের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ফল। সঙ্গে থাকছে ওআরএস মেশানো বরফ। সবমিলিয়ে ভল্লুকদের শরীর ঠান্ডা রাখতে চেষ্টার কোনও ত্রুটি নেই। কিন্তু, তারপরও রয়ে গিয়েছে সমস্যা। দিনে বারো থেকে তেরো ঘণ্টা লোডশেডিং। তাই কুলার লাগালেও বহু তপ্ত দুপুরেই হয়তো তার থেকে মেলেনি একটুও ঠান্ডা হাওয়া। তাই বাধ্য হয়েই পাইপে করে জল দিয়ে দিনে বেশ কয়েকবার স্নান করিয়ে দিতে হচ্ছে ভল্লুকদের।

.