অবশেষে ১৯ এপ্রিল রামলীলা ময়দানেই কি দেখা মিলবে 'নিখোঁজ' রাহুলের?
অবশেষে হদিস মিলল রাহুল গান্ধীর। আগামী উনিশে এপ্রিল দিল্লিতে কৃষক সমাবেশে ফের আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। রামলীলা ময়দানে ছেলের কাম ব্যাক মিটিংয়ে সেদিন থাকবেন সোনিয়া গান্ধীও।
ব্যুরো: অবশেষে হদিস মিলল রাহুল গান্ধীর। আগামী উনিশে এপ্রিল দিল্লিতে কৃষক সমাবেশে ফের আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। রামলীলা ময়দানে ছেলের কাম ব্যাক মিটিংয়ে সেদিন থাকবেন সোনিয়া গান্ধীও।
মাসখানেক হতে চলল নিখোঁজ রাহুল গান্ধী। এলাকার সাংসদের সন্ধান চেয়ে আমেথিতে তো রীতিমতো পোস্টারও পড়েছে। সোমবার রাহুল গান্ধীকে সমন পাঠাল আদালত। RSS-এর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে আটই মে তাঁকে হাজির হতে হবে মহারাষ্ট্রের আদালতে। আর ঘটনাচক্রে এদিনই মিলল তাঁর হদিস ।
এআইসিসি দফতর থেকে জানানো হয়েছে, মোদী সরকারের জমি অর্ডিন্যান্সের বিরুদ্ধে উনিশে এপ্রিল দিল্লিতে লক্ষাধিক কৃষকের সমাবেশ করবে কংগ্রেস। সোনিয়া গান্ধীসহ দলের শীর্ষনেতাদের সঙ্গে সেদিনের সমাবেশে থাকবেন রাহুল গান্ধীও। লোকসভা ভোটে হারানো জমি ফিরে পেতে বিজেপির জমি বিলকে ইতিমধ্যেই হাতিয়ার করেছে কংগ্রেস। এই ইস্যুতে বিরোধী ঐক্য গড়তে দিল্লির রাজপথে মিছিলে হেঁটেছেন সোনিয়া গান্ধী। পাশে থাকার বার্তা দিতে রাজস্থান, হরিয়ানায় কৃষকদের মাঝেও ছুটে গেছেন তিনি। বিরোধীরা এককাট্টা হওয়ায় বাজেট অধিবেশনের প্রথম পর্বে সংসদে জমি বিল পেশ করতে পারেনি সরকার।
অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে সরকার ফের বিল পেশের চেষ্টা করবে। তার ঠিক আগেই ই কংগ্রেসের কৃষক সমাবেশের ডাক তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ওই মহলের মতে, জমি অর্ডিন্যান্স নিয়ে আন্দোলনে নেমে আসলে ছেলের জন্যই জমি তৈরি করে দিয়েছেন সোনিয়া। এবার ছুটি কাটিয়ে ফিরে এসে উনিশে এপ্রিলের কৃষক সমাবেশ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে মাঠে নেমে পড়বেন রাহুল । এদিকে আগামী মে মাসে রাহুল গান্ধী সভাপতির দায়িত্ব নিতে চলেছেন বলে ইতিমধ্যেই কংগ্রেসেরঅন্দরে জল্পনা তুঙ্গে। ঠিক তার আগেই ছুটি কাটিয়ে ফেরা রাহুলের জবরদস্ত কামব্যাকের মঞ্চ হিসাবেও ওই সমাবেশকে কাজে লাগানো হবে বলে রাজনৈতিক মহলের ধারণা।