রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে ম্যারাথন বৈঠক, 'রাজপাট' ফিরে পেতে ৩ শর্তে 'ঘর ওয়াপসি' সচিনের

সচিন পাইলটের সঙ্গে কথা বলার পর গেহলটের সঙ্গে বলছে কংগ্রেস। এনিয়ে ফের বিকেল পাঁচটায় বৈঠক হওয়ার কথা

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Aug 10, 2020, 06:26 PM IST
রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে ম্যারাথন বৈঠক, 'রাজপাট' ফিরে পেতে ৩ শর্তে 'ঘর ওয়াপসি' সচিনের
ছবি-নিজস্ব

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে 'বিদ্রোহ' করার পর থেকে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার সুযোগই পাননি সচিন পাইলট। এদিকে, রাজস্থান বিধানসভার অধিবেশন ডাকার দিনতারিখ ঠিক করে ঘুঁটি সাজিয়েই রেখেছেন গেহলট।

এরকম এক পরিস্থিতিতে শেষপর্যন্ত রাজস্থানের প্রভাবশালী গুজ্জর নেতা সচিনকে সময় দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সোমবার রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে রাহুলের বাসভবনে রাজস্থানের অচলাবস্থা নিয়ে বৈঠক করেন সচিন পাইলট। কংগ্রেস সূত্রে খবর, রাজস্থান সরকারের অচলাবস্থা কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ওই বৈঠকে।

আরও পড়ুন-ফাইনাল পরীক্ষা না হলে ডিগ্রি পাবেন না পড়ুয়ারা, সুপ্রিম কোর্টে সাফ জানাল অনড় UGC  

রাজস্থান কংগ্রেসের গেহলট শিবিরের বিরুদ্ধে সচিনের অভিযোগ খতিয়ে দেখবে একটি কমিটি। এমনটাই কংগ্রেস সূত্রে খবর। যেভাবে অশোক গেহলট রাজস্থানে সরকার চালাচ্ছেন তাও বিবেচনা করে দেখবে ওই কমিটি। সচিন পাইলট হয়তো তাঁর হারানো উপমুখ্যমন্ত্রী ও দলের প্রধানের পদও ফিরে পেতে পারেন।

সোমবার রাহুলের বাসভবনে টানা ২ ঘণ্টা রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে বৈঠক হয় সচিনের। দলের বিরুদ্ধে বিদ্রোহ করার পরই জল্পনা ছিল, হয়তো জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পথেই গেরুয়া শিবিরের দিকে পা বাড়াচ্ছেন সচিন। তবে বিজেপির তরফে সেরকম কোনও ইঙ্গিতে দেওয়া হয়নি। কিন্তু গেহলট শিবির ক্রমাগত বলা শুরু করেছিল, দল ভাঙাচ্ছে বিজেপি। এমনকি, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী এও ইঙ্গিত করেন, সচিন বিজেপিতে যোগ দেবেন এই শর্তে তাঁর শ্বশুর ওমর আবদুল্লাকে গৃহবন্দি দশা থেকে মুক্তি দিয়েছে কেন্দ্র।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেও সচিনকে বোঝানোর চেষ্টা করেছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। কিন্তু তা বিফলে যায়। সূত্রের খবর, রাজ্যের রাজনৈতিক সমস্যা মেটাতে রাহুল ও সোনিয়ার সঙ্গে কথা বলার দাবি করেন সচিন। সেসময় দলের একাংশ এতে রাজি ছিল না। পাশাপাশি গেহলটকে সরাতে হবে এমনটাও নাকি জেদ ধরেছিল সচিন ব্রিগ্রেড।

আরও পড়ুন-রাজ্যের সামগ্রিক তথ্য দিতে গড়িমসি কমিশনের , চড়া সুরে তোপ দাগলেন ধনখড়

রাজস্থান বিধানসভার অধিবেশন বসতে আর তিন দিন বাকি। তার আগেই সচিন পাইলটের ঘর ওয়াপসির রাস্তা খানিকটা খুলে দিল দিল্লি হাইকমান্ড। শোনা যাচ্ছে সপ্তাহখানেক আগে রাজস্থানের অচলাবস্থা নিয়ে প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে কথা বলেন সচিন। তাতেই জট খুলে যায়।

এদিকে, সূত্রের খবর রাজস্থানের অচলাবস্থা কাটাতে ৩টি শর্ত দিয়েছে সচিন পাইলট শিবির।

১. ভবিষ্যতে সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী করতে হবে।

২. যদি তা না হয় তাহলে সচিন শিবিবের ২ জনকে উপ-মুখ্যমন্ত্রী করতে হবে। অন্যান্য নেতাদের মন্ত্রিসভায় স্থান দিতে হবে।
 
৩. সচিন পাইলটকে সাধারণ সম্পাদকের পদ দিতে হবে এবং প্রকাশ্যে তা ঘোষণা করতে হবে।  

সচিন পাইলটের সঙ্গে কথা বলার পর গেহলটের সঙ্গে বলছে কংগ্রেস। এনিয়ে ফের বিকেল পাঁচটায় বৈঠক হওয়ার কথা।

.