আজ রথযাত্রা উপলক্ষে পুরীতে লাখো মানুষের ঢল, মায়াপুর ইস্কনেও উন্মাদনা তুঙ্গে
আজ রথযাত্রা। রথের রশিতে পড়বে টান। ভাই-বোনকে তিনটি রথে বসিয়ে আনা হবে আমজনতার দরবারে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের রশিতে টান দিলে পুণ্যলাভ হয়। প্রতিবারের মত এবারও পুরীতে রথ উত্সবে লাখো মানুষের সমাগম হয়েছে।
ওয়েব ডেস্ক : আজ রথযাত্রা। রথের রশিতে পড়বে টান। ভাই-বোনকে তিনটি রথে বসিয়ে আনা হবে আমজনতার দরবারে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের রশিতে টান দিলে পুণ্যলাভ হয়। প্রতিবারের মত এবারও পুরীতে রথ উত্সবে লাখো মানুষের সমাগম হয়েছে।
অন্যদিকে, মায়াপুর ইস্কনের রথ ঘিরে উন্মাদনা তুঙ্গে। এই রথের আলাদা একটা ঐতিহ্য আছে। আজ দুপুরে পান্ডু বিজয়ের পর রথযাত্রার সূচনা হবে। ৩টি আলাদা রথের পিছনের রথে থাকবেন জগন্নাথ দেব। সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ এই রথযাত্রায় অংশ নেন।
কলকাতায় রথের প্রস্তুতি শুরু হয়ে গেছে গতকাল থেকেই। রথ বেরোবে বাগবাজারের বলরাম মন্দির থেকে। কলকাতা ইস্কন থেকেও রথ বের করা হবে। এছাড়াও প্রসিদ্ধ রথ উত্সবের মধ্যে রয়েছে শ্রীরামপুর ও মহিষাদল রথ।
আরও পড়ুন, রণথম্ভোরের জঙ্গলে ৪ নতুন শিশু সদস্যের আগমন