দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত রাহুলের, ‘সুপ্রিম রায়ের’ পর তোপ রবিশঙ্করের

রবিশঙ্কর প্রসাদের আরও তোপ, ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টকে নিয়েও সংসদে মিথ্যে কথা বলেন রাহুল। কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্টের দাবি, রাফাল চুক্তি বিষয়ে তাঁকে বিস্তারিত জানিয়েছিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ

Updated By: Nov 14, 2019, 02:23 PM IST
দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত রাহুলের, ‘সুপ্রিম রায়ের’ পর তোপ রবিশঙ্করের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্যে সুপ্রিম কোর্টের রায় আসার পরই আদাজল খেয়ে নামল বিজেপি। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক বৈঠক করে বলেন, ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ওলাঁদ প্রধানমন্ত্রীকে চোর বলেন বলে রাহুল গান্ধী দাবি করেন। কিন্তু খোদ ওলাঁদ জানান, রাহুল গান্ধী মিথ্যে বলছেন। অফসেটের সিদ্ধান্ত নেয় দ্যাসোঁ সংস্থা, প্রেসিডেন্ট নয়।

রবিশঙ্কর প্রসাদের আরও তোপ, ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টকে নিয়েও সংসদে মিথ্যে কথা বলেন রাহুল। কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্টের দাবি, রাফাল চুক্তি বিষয়ে তাঁকে বিস্তারিত জানিয়েছিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। রবিশঙ্কর প্রসাদ জানান, রাহুলের এই দাবিও মিথ্যে বলে জানান তিনি। সুপ্রিম কোর্টের রায়ের পর রাহুলের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত বলে দাবি আইনমন্ত্রীর।

আরও পড়ুন- শবরীমালায় সব বয়সী মহিলাদের প্রবেশাধিকার বজায় থাকবে কি? আজ রায় সুপ্রিম কোর্টে

উল্লেখ্য, আজ ‘চৌকিদার চোর’ মন্তব্যে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ‘সতর্ক’ করেই অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার জানায়, রাহুল গান্ধীর নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেছে আদালত। তবে, এ ধরনের মন্তব্য করার আগে সতর্ক থাকা উচিত তাঁর। এ দিন প্রধান বিচারপতির বেঞ্জ জানায়, রাফাল দুর্নীতি মামলার তদন্ত নিষ্প্রয়োজন। এ নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনাও অর্থহীন বলে জানায় আদালত।   

.