পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরছেন উর্জিত প্যাটেল! রফাসূত্র খুঁজছে দু’পক্ষই
রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কগুলির ঋণনীতির উপর নমনীয় হতে গত কয়েক সপ্তাহ ধরে রিজার্ভ ব্যাঙ্ককে ক্রমশ চাপে রাখছে কেন্দ্র। নগদের ঘাটতি মেটাতে ব্যাঙ্ক নয় এমন আর্থিক পরিকাঠামোকে কেন্দ্র সাহায্য করার আর্জিও জানিয়েছে
নিজস্ব প্রতিবেদন: বরফ গলছে আরবিআই এবং কেন্দ্রের সম্পর্কে! কয়েক সপ্তাহ ধরে উদ্ভূত পরিস্থিতির সামাল দিতে নাকি প্রস্তুত দু’পক্ষই। সোমবার রিজার্ভ ব্যাঙ্কের পরিচালন কমিটির বৈঠকে এমন কিছু রফাসূত্রে আসার চেষ্টা হচ্ছে বলে সূত্রে খবর। পাশাপাশি এও জানা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের ইস্তফা নিয়ে যে তুমুল জল্পনা শুরু হয়েছে, তার-ও নিষ্পত্তি ঘটতে পারে এ দিনের বৈঠকে। সূত্রের খবর, পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরতে পারেন উর্জিত প্যাটেল।
আরও পড়ুন- "আমি জোড়া খুন করেছি", যুবকের মুখে একথা শুনে চমকে উঠল পুলিস
রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কগুলির ঋণনীতির উপর নমনীয় হতে গত কয়েক সপ্তাহ ধরে রিজার্ভ ব্যাঙ্ককে ক্রমশ চাপে রাখছে কেন্দ্র। নগদের ঘাটতি মেটাতে ব্যাঙ্ক নয় এমন আর্থিক পরিকাঠামোকে কেন্দ্র সাহায্য করার আর্জিও জানিয়েছে। কংগ্রেস অভিযোগ করে, দেশের অর্থনীতির চাঙ্গা করার নামে ভোটের মুখে রিজার্ভ ব্যাঙ্কের কোষাগার থেকে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার দাবি জানিয়েছে কেন্দ্র। যদিও কেন্দ্রের এই ‘আবদারে’ সাড়া দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক। উর্জিত প্যাটেলের দফতর স্পষ্ট জানিয়ে দেয়, নয়া ঋণনীতির বিরুদ্ধে পদক্ষেপ করা তাদের পক্ষে সম্ভব নয়।
আরও পড়ুন- ভোটের আগেই বড়সড় ধাক্কা মধ্যপ্রদেশে, ৫৩ নেতাকে বহিষ্কার করল বিজেপি
রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনও উর্জিতের পাশে দাঁড়িয়ে বলেন, শীর্ষ ব্যাঙ্কের ক্ষমতাকে সম্মান জানানো উচিত কেন্দ্রের। রিজার্ভ ব্যাঙ্ক হচ্ছে কেন্দ্রের ‘সিট বেল্ট’। দুর্ঘটনা এড়াতে অবশ্যই তা পরা উচিত। যদিও কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়, রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে তাদের কোনও বিরোধ নেই। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্য অভিযোগ করেছিলেন, স্বশাসিত প্রতিষ্ঠানে কেন্দ্রের হস্তক্ষেপ বিপর্যয় নেমে আসতে পারে। বিরলের এমন মন্তব্যের সমালোচনা করে কেন্দ্র।