ভিড়ের চাপে ভাঙল মঞ্চ, বরাত জোরে রক্ষা পেলেন লালু

মধুবন জেলায় এক নির্বাচনী জনসভায় গিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। যদিও অল্পের জন্য সেই দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন লালু। বিহারের আরওয়াল জেলার মধুবন ময়দানে এই জনসভায় লালুর পাশাপাশি হাজির ছিলেন আরজেডি-র তাবড় তাবড় নেতারা। মঞ্চ ভাঙলেও লালু বা তাঁরা দলের বড় নেতারা আহত হননি। তবে বহু আরজেডি কর্মী পড়ে আঘাত পান।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জনসভাটি ভিড়ের চাপে উপচে পড়েছিল। ভিড়ের চাপে মঞ্চের একদিক ভেঙে যায়। তবে, লালুপ্রসাদ মঞ্চের উল্টোদিকে থাকায় রক্ষা পান।

Updated By: Oct 13, 2015, 07:20 PM IST
ভিড়ের চাপে ভাঙল মঞ্চ, বরাত জোরে রক্ষা পেলেন লালু

ওয়েব ডেস্ক: মধুবন জেলায় এক নির্বাচনী জনসভায় গিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। যদিও অল্পের জন্য সেই দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন লালু। বিহারের আরওয়াল জেলার মধুবন ময়দানে এই জনসভায় লালুর পাশাপাশি হাজির ছিলেন আরজেডি-র তাবড় তাবড় নেতারা। মঞ্চ ভাঙলেও লালু বা তাঁরা দলের বড় নেতারা আহত হননি। তবে বহু আরজেডি কর্মী পড়ে আঘাত পান।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জনসভাটি ভিড়ের চাপে উপচে পড়েছিল। ভিড়ের চাপে মঞ্চের একদিক ভেঙে যায়। তবে, লালুপ্রসাদ মঞ্চের উল্টোদিকে থাকায় রক্ষা পান।

মঞ্চ ভাঙার পরেও ভাঙা মঞ্চেও সভা চালিয়ে যাওয়া হয়। সভায় মজা করে লালু বলেন,'আমার মতো ভাল মানুষের খারাপ কিছু হতেই পারে না। তবে যারা খারাপ কাজ করেছে, তারা শাস্তি পেয়েছে। '

আরজেডি-জেডিইউ-কংগ্রেসের গড়া মহাজোটের হয়ে ভোটের প্রচারে লালু দিনে ৬-৭টা জনসভা করছেন। সোমবার প্রথম পর্যায়ের ভোটের পর দ্বিতীয় পর্যায়ের ভোট ১৬ অক্টোবর, শুক্রবার।

.