সার্জিক্যাল স্ট্রাইক ২: ভারতীয় বায়ু সেনাকে স্যালুট রাহুল গান্ধীর
রাহুল গান্ধী টুইট করে বায়ু সেনার পাইলটদের স্যালুট করেছেন।
নিজস্ব প্রতিবেদন : পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানার ১২ দিন পরে এয়ার স্ট্রাইক ভারতীয় বায়ুসেনার। ভারতীয় বায়ুসেনার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে বায়ুসেনার মিরাজ ২০০০ ফাইটার বিমান। বেছে বেছে হামলা চালানো হয় জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিগুলিতে।
মোট ১২টি যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে ঢোকে। ভারতীয় সেনা সূত্রের খবর বালাকোট, চাকোটি, মুজাফরাবাদে যে সন্ত্রাসবাদী ঘাঁটি ছিল, তা ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ু সেনা। জইশ-এর আলফা-৩ কন্ট্রোল রুমও উড়িয়ে দিয়েছে ভারতীয় যুদ্ধবিমান।
এয়ার স্ট্রাইককে সাধুবাদ জানিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করে বায়ু সেনার পাইলটদের স্যালুট করেছেন।
I salute the pilots of the IAF.
— Rahul Gandhi (@RahulGandhi) February 26, 2019
আরও পড়ুন - ফের সার্জিক্যাল স্ট্রাইক, পুলওয়ামায় জঙ্গিহানার জবাব দিল ভারত