ইয়াকুবেকে ফাঁসিতে ঝোলানো বিচারপতি দীপক মিশ্রকে প্রাণনাশের হুমকি
উড়ো চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হল সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রকে। এই দীপক মিশ্রই ইয়াকুব মেমনের ফাঁসি মকুবের সাজা খারিজ করেছিলেন। তুঘলক রোজ পুলিস স্টেশনে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।
ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টে ইয়াকুব মামলার রায় দেন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদের মধ্যে ছিলেন দীপক মিশ্র, আমিতাভ রায় ও প্রফুল্ল চন্দ্র পন্ত। রায় ঘোষণার পরই এই তিনজনেরই নিরপত্তা বাড়ানো হয়েছে। উড়ো চিঠিতে বলা হয়েছে নিরাপত্তা বাড়ালেও রেহাই পাবেন না দীপক মিশ্র। ইয়াকুব হত্যার পরিনাম মিলবেই।
সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথম মধ্যরাতে শুনানি হয় কোনও মামলার। গত ৩০ জুলাই রাত ৩টের সময় ইয়াকুবের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে ফাঁসির সাজা বহাল রাখে শীর্ষ আদালত। সকাল ৭টা নাগাদ নাগপুর সেন্ট্রাল জেলে ফাঁসি হয় ইয়াকুবের।