চাঙ্গা শেয়ার বাজার! ২,৪৭৬ পয়েন্ট বাড়ল সেনসেক্স, উর্ধ্বমুখী নিফটিও

মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জ অন্তিম লগ্নে ২,৫৬৬.৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩০,২৫৭.৬৫ সূচক ছুঁয়েছে। নিফটি বৃদ্ধি পায় ৭৩৫ পয়েন্ট। ৮,৮১৯.৪০ সূচকে দাঁড়িয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ

Updated By: Apr 7, 2020, 04:50 PM IST
চাঙ্গা শেয়ার বাজার! ২,৪৭৬ পয়েন্ট বাড়ল সেনসেক্স, উর্ধ্বমুখী নিফটিও
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন- সারা দেশে মৃত্যুমিছিল চালাচ্ছে করোনাভাইরাস। যার জেরে তলানিতে বিশ্বের অর্থনীতি। মঙ্গলবার কিছুটা হলেও হ্রাস পেয়েছে মারণ ভাইরাসের বিশ্বব্যাপী  মৃত্যু হার। যার জেরে কিছুটা হলেও চাঙ্গা ভারতের শেয়ার বাজার। প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেল ভারতের শেয়ার সূচক। অটো, ফার্মা ব্যাঙ্ক ও আইটির বৃদ্ধির জেরেই বাজার উর্ধ্বমুখী।

মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জ অন্তিম লগ্নে ২,৫৬৬.৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩০,২৫৭.৬৫ সূচক ছুঁয়েছে। নিফটি বৃদ্ধি পায় ৭৩৫ পয়েন্ট। ৮,৮১৯.৪০ সূচকে দাঁড়িয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। গত শুক্রবার থেকে সেনসেক্স ৮.৯৭ শতাংশ এবং নিফটি ৮.৬৯ শতাংশ বেড়ে বাজার বন্ধ হয়েছে। 

আরও পড়ুন- করোনার থাবা; ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পে চাকরি হারাতে পারেন ১.৫ লাখ কর্মী, মত বিশেষজ্ঞদের

ফ্রান্স এবং ইতালি-সহ ইউরোপের দেশগুলিতে করোনাভাইরাস জাঁকিয়ে বসেছে। ধস নামছে অর্থনীতিতে। কিছুটা হলেও স্বস্তিতে এশিয়ার কয়েকটি দেশ। তার প্রভাব পড়েছে এশিয়ার বিভিন্ন দেশের শেয়ার বাজারে। জাপানের নিকি বৃদ্ধি পায় ২.৩ শতাংশ। সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভূতপূর্ব অর্থনৈতিক উদ্দীপনার। তাঁর সরকার করোনাভাইরাসের দরুন ক্রমহ্রাসমান অর্থনীতি রুখতে সব পদক্ষেপ করার প্রতিশ্রুতিবদ্ধ। এমনটাই আশ্বাস দিয়েছিলেন তিনি।

.