অটো, তথ্য-প্রযুক্তি শেয়ারে ব্যাপক ধস, ৬০০-র বেশি পড়ল সেনসেক্স

দিনের শেষে দেখা গিয়েছে, বম্বে স্টক এক্সচেঞ্চ সূচকে ৮৬৭টি শেয়ার উপরে থাকলেও ১৬৪৭টি শেয়ার মুখ থুবড়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের একাধিক ঘটনার জেরে আজ শেয়ার বাজারে ব্যাপক পতন দেখা গিয়েছে

Updated By: Aug 13, 2019, 05:38 PM IST
অটো, তথ্য-প্রযুক্তি শেয়ারে ব্যাপক ধস, ৬০০-র বেশি পড়ল সেনসেক্স
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: দিনের শেষে ৬০০-র বেশি পয়েন্ট পড়ে বন্ধ হল সেনসেক্স সূচক। নিফটিও পড়েছে প্রায় ১৮০ পয়েন্ট। স্বাধীনতা দিবসের আগে বাজারের এমন পতন কার্যত অশনি সঙ্কেত খুঁজে পাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এ দিন অটো, বিদ্যুত্, তথ্য-প্রযুক্তি এবং আর্থিক বিষয়ক শেয়ারে ব্যাপক পতন দেখা যায়। এই সব সেক্টরে বিপুল পরিমাণে শেয়ার বিক্রি করেন দেশীয় বিনিয়োগকারীরা।

দিনের শেষে দেখা গিয়েছে, বম্বে স্টক এক্সচেঞ্চ সূচকে ৮৬৭টি শেয়ার উপরে থাকলেও ১৬৪৭টি শেয়ার মুখ থুবড়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের একাধিক ঘটনার জেরে আজ শেয়ার বাজারে ব্যাপক পতন দেখা গিয়েছে। এরমধ্যে চিন-আমেরিকার শুল্কযুদ্ধ, হংকংয়ে বিক্ষোভ, আর্জেন্টিনার মুদ্রার পেসোর পতন তার অন্যতম কারণ। তবে, এদিন উল্লেখ্যযোগ্য কারণ ছিল অটো সেক্টরের বিক্রি তলানিতে আসা। দু’দশক পর ভারতে এই প্রথম সবচেয়ে কম গাড়ি বিক্রি হয়েছে চলতি বছরে। এর ফলে উত্পাদনও কমিয়েছে  গাড়ি প্রস্তুতকারক সংস্থা। কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে তারা।

আরও পড়ুন- চাহিদা তলানিতে, গাড়ির বিক্রি ক্রমশ কমছে! কাজ হারানোর আশঙ্কায় দিন গুনছেন কর্মীরা

এ দিন রিলায়্যান্স শেয়ার সবচেয়ে বেশি চাঙ্গা থাকে। গতকাল রিলায়্যান্সের কর্ণধার জিও ফাইবার নিয়ে একগুচ্ছ চমকপ্রদ ঘোষণা করায় এক ধাক্কায় ওই সংস্থার শেয়ার দর বাড়ে ১২ শতাংশ। পাশাপাশি, এয়ারটেল, ভোডাফোনের মতো টেলিকম সংস্থার শেয়ারগুলির পতন হয়। এছাড়া এইচডিএফসি, ইনফোসিস, মাহিন্দর অ্যান্ড মাহিন্দর, গ্রাসিম ইন্ডাস্ট্রিজের মতো ব্লুচিফ শেয়ারের ব্যাপক পতন দেখা যায়।

.