মুম্বইয়ে চিত্র সাংবাদিক গণধর্ষণ কাণ্ডের শাস্তি ঘোষণা আজ, প্রাণদণ্ড হতে পারে তিন অপরাধীর
শক্তিমিল ধর্ষণকাণ্ডে প্রাণদণ্ড হতে পারে তিন অপরাধীর। চিত্রসাংবাদিককে গণধর্ষণ এবং এক টেলিফোন অপারেটরকে গণধর্ষণ, দুটি মামলাতেই ওই তিনজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এরা হল মহম্মদ সেলিম আনসারি, বিজয়মোহন যাদব এবং মহম্মদ কাসিম হাফিজ শেখ।
শক্তিমিল ধর্ষণকাণ্ডে প্রাণদণ্ড হতে পারে তিন অপরাধীর। চিত্রসাংবাদিককে গণধর্ষণ এবং এক টেলিফোন অপারেটরকে গণধর্ষণ, দুটি মামলাতেই ওই তিনজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এরা হল মহম্মদ সেলিম আনসারি, বিজয়মোহন যাদব এবং মহম্মদ কাসিম হাফিজ শেখ।
ইতিমধ্যেই টেলিফোন অপারেটের গণধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে ওই তিনজনের। বার বার গণধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার কারণে শাস্তি আরও কঠোর করতে ওই তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর-ই ধারায় চার্জ গঠনের অনুমতি দিয়েছে মুম্বইয়ের আদালত। এই ধারায় অভিযোগ প্রমাণ হলে মৃত্যুদণ্ড হতে পারে ওই তিনজনের। শক্তি মিল গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত সিরাজ রেহমত খানও। এখনও সিরাজের সাজা ঘোষণা করেনি আদালত। এই মামলায় অভিযুক্ত এক নাবালকের বিচার চলছে জুভেনাইল আদালতে।