পিছল সিঙ্গুর মামলার রায় দান

সিঙ্গুর মামলার রায় ঘোষণা হল না। পরবর্তী শুনানি হবে উনিশে নভেম্বর। সম্ভবত বিশে নভেম্বর রায় দেবে শীর্ষ আদালত। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ এল দাত্তু এবং বিচারপতি ভি গোপাল গৌড়ার  বেঞ্চে মামলার শুনানি ছিল। মামলাটি ছিল তালিকার ষোলো নম্বরে। আগের মামলাগুলির শুনানিতেই আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় পিছিয়ে গেল সিঙ্গুর মামলার রায় ঘোষণা। গত বছরের বারোই নভেম্বর শেষবার মামলাটি শুনানির জন্য উঠেছিল।

Updated By: Oct 14, 2014, 05:59 PM IST
পিছল সিঙ্গুর মামলার রায় দান

নয়াদিল্লি: সিঙ্গুর মামলার রায় ঘোষণা হল না। পরবর্তী শুনানি হবে উনিশে নভেম্বর। সম্ভবত বিশে নভেম্বর রায় দেবে শীর্ষ আদালত। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ এল দাত্তু এবং বিচারপতি ভি গোপাল গৌড়ার  বেঞ্চে মামলার শুনানি ছিল। মামলাটি ছিল তালিকার ষোলো নম্বরে। আগের মামলাগুলির শুনানিতেই আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় পিছিয়ে গেল সিঙ্গুর মামলার রায় ঘোষণা। গত বছরের বারোই নভেম্বর শেষবার মামলাটি শুনানির জন্য উঠেছিল।

তারপর এই নিয়ে তিনবার শুনানির কথা থাকলেও শেষপর্যন্ত তা হল না। রাজ্য সরকার সিঙ্গুরে জমিদাতাদের জমি ফেরতের জন্য যে আইন তৈরি করেছিল, তাকে অবৈধ এবং অসাংবিধানিক আখ্যা দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে আবেদন জানায় রাজ্য।

 

.