প্রকাশ্যে সিগারেট খেলেই জরিমানা দিল্লি পুলিসের

প্রকাশ্যে সিগারেট খেলেই দিতে হচ্ছে জরিমানা। 

Updated By: Jan 10, 2018, 08:54 PM IST
প্রকাশ্যে সিগারেট খেলেই জরিমানা দিল্লি পুলিসের

ওয়েব ডেস্ক: প্রকাশ্যে ধূমপান করলেই ধরছে পুলিস। রাজধানীতে এখন 'নিরাপদ আস্তানা' খুঁজতে হচ্ছে ধূমপায়ীদের। দিল্লিতে গত ৪ দিন ধরে ধূমপানবিরোধী অভিযান চালাচ্ছে পুলিস। দক্ষিণ দিল্লিতে ৪,৫০০ জনকে জরিমানাও করা হয়েছে এ জন্য।   
 
বুধবার নেহরু প্লেস ও লাজপত নগর বাজারে হানা দিয়েছে দিল্লি পুলিস। ধূমপায়ীদের কাছ থেকে ২০০ টাকা জরিমানা নেওয়া হচ্ছে। দক্ষিণ দিল্লির ডিসিপি টুইটারে লিখেছেন, প্রকাশ্যে ধূমপান বন্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে। ২,৭৪৩ জনকে চালান কেটেছে পুলিস।' 

  আরও পড়ুন- পোশাক খুলে উবের চালককে লুটের চেষ্টা তরুণীর

সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্ট আইনে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের বিজ্ঞাপনেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়া, নাবালকদের তামাকজাত পণ্য বিক্রি করতে পারবেন না বিক্রেতা। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০০ ইয়ার্ডের মধ্যে সিগারেট বিক্রি করা যাবে না বলেও জানানো হয়েছে। সব মিলিয়ে তামাক ছাড়াতে উঠে পড়ে লেগেছে রাজধানী। 

.