হিন্দুত্বের প্রচার করছে কেন্দ্রীয় বিদ্যালয়? কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট
হিন্দি ও সংস্কৃতে প্রার্থনা সংগীতের মাধ্যমে হিন্দুত্বের প্রচার করা হয় বলে অভিযোগ।
ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় বিদ্যালয়ে কি হিন্দুত্বের প্রচার করা হয়? একটি জনস্বার্থ মামলায় কেন্দ্রের কাছে নোটিস দিয়ে জানতে চাইল সুপ্রিম কোর্ট।
কেন্দ্রীয় বিদ্যালয়ে হিন্দি ও সংস্কৃত প্রার্থনা সংগীতের মাধ্যমে হিন্দুত্বের প্রচার করা হয় অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। জনস্বার্থ মামলাকারী মধ্যপ্রদেশের বাসিন্দা বিনায়ক শাহ। তিনি নিজেও একজন আইনজীবী। তাঁর সন্তানরা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে পাশ করেছেন। ওই মামলাকারীর বক্তব্য, সরকারি স্কুলে কোনও ধর্মের প্রচার উচিত নয়। কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রার্থনা সংগীত হিন্দুত্বের প্রচার করে। তা বাধ্যতামূলক হওয়ায় সংখ্যালঘু ও নাস্তিক পরিবারের সন্তানরাও গাইতে বাধ্য হয়।
আরও পড়ুন- আধার তথ্য গোপন রাখতে 'ভার্চুয়াল আইডি'
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়। মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের আওতায় দেশজুড়ে ১,১২৫টি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। হিন্দিতে প্রার্থনা সংগীত সংবিধানের বিধি লঙ্ঘন করছে কিনা, তা খতিয়ে দেখবে শীর্ষ আদালত।