জোর ধাক্কা গান্ধী-দুর্গে! অমেঠি কেন্দ্রে রাহুলের বিরুদ্ধেই দাঁড়াচ্ছেন কংগ্রেস নেতারই ছেলে
১৯৯১ সালে অমেঠি কেন্দ্র থেকে লড়ার সময় রাজীব গান্ধীর মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন হাজ়ি সুলতান। ১৯৯৯ সালে সনিয়া গান্ধীর সময়ও একই ভূমিকা পালন করেন তিনি
নিজস্ব প্রতিবেদন: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে এক দিকে স্মৃতি ইরানি। অন্য দিকে দাঁড়াচ্ছেন এলাকার জনপ্রিয় কংগ্রেস নেতা হাজ়ি সুলতান খানের ছেলে। যার জেরে অমেঠিতে কার্যত কোণঠাসা রাহুল! এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কে এই হাজ়ি সুলতান?
১৯৯১ সালে অমেঠি কেন্দ্র থেকে লড়ার সময় রাজীব গান্ধীর মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন হাজ়ি সুলতান। ১৯৯৯ সালে সনিয়া গান্ধীর সময়ও একই ভূমিকা পালন করেন তিনি। গান্ধী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় অমেঠিতে বেশ জনপ্রিয় হাজ়ি সুলতান। এমনকি অমেঠির ফুরসতগঞ্জের তাঁর বাড়িতে সনিয়া, রাহুল ও প্রিয়ঙ্কার যাতায়াত ছিল। সম্প্রতি দলে গুরুত্ব পাচ্ছিল না, এমনই অভিযোগ এনে রাহুলের বিরুদ্ধেই অমেঠি কেন্দ্রে দাঁড়াচ্ছেন তাঁর ছেলে হাজ়ি হারুন রসিদ।
আরও পড়ুন- JNU-র উপাচার্যের বাড়িতে ঢুকে তাণ্ডব পড়ুয়াদের
জানা গিয়েছে, নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াবেন হাজ়ি হারুন রসিদ। কংগ্রেসের আশঙ্কা, চিড় ধরতে পারে মুসলিম ভোটে। হারুন জানিয়েছেন, এই কেন্দ্রে সাড়ে ৬ লক্ষ মুসলিম ভোটার রয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। কংগ্রেসের শক্ত ঘাঁটিতে এমন বিক্ষোভ তৈরি হওয়ার কারণ কী? হারুনের অভিযোগ, গত ৫০ বছর ধরে এখানকার মুসলিম সম্প্রদায়ের জন্য কংগ্রেস কোনও কাজ করেনি। স্থানীয় কংগ্রেস নেতৃত্বদের উদাসীনতার অভিযোগও তোলেন হারুন।
উল্লেখ্য, ২০১৪ সালে অমেঠি কেন্দ্রে রাহুল গান্ধী জিতলেও এক চতুর্থাংশ ভোট শতাংশ কমেছে। ওই কেন্দ্রে প্রায় ২৮ শতাংশ ভোট বৃদ্ধি করতে পেরেছে বিজেপি। যদিও প্রায় এক লক্ষ ভোটে রাহুলের কাছে হারতে হয় স্মৃতি ইরানিকে। এ বারও বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্র ও রাজ্যে বিজেপি শাসিত সরকার চলায় ভাল করার আশাবাদী স্মৃতি ইরানি। অন্য দিকে যদি হারুনের সৌজন্যে মুসলিম ভোটে চিড় ধরে, তাহলে রাহুলের জয় অনিশ্চিত হতেও পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্রে খবর, অমেঠি ছাড়াও রাহুলকে কেরলে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সিঁদুরে মেঘ দেখেই কি এমন প্রস্তাব! জল্পনা রাজনৈতিক মহলে।