Mumbai: বিরক্ত বাবা খুন করে ফেলল আড়াই বছরের ফুটফুটে মেয়েকে! কারণ জানলে আঁতকে উঠবেন...

Mankhurd: রোজ মা যখন কাজে যান, তখন দুই বছরের কন্যা সন্তানকে সামলান বাবা। প্রত্যেকদিনের মত এইদিনও কাজে মা গিয়েছিলেন, কিন্তু ফিরে মেয়েকে দেখতে পেলেন নিথর অবস্থায়। 

Updated By: Nov 10, 2024, 09:54 AM IST
Mumbai: বিরক্ত বাবা খুন করে ফেলল আড়াই বছরের ফুটফুটে মেয়েকে! কারণ জানলে আঁতকে উঠবেন...
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোজ মা যখন কাজে যান, তখন দুই বছরের কন্যা সন্তানকে সামলান বাবা। প্রত্যেকদিনের মত এইদিনও কাজে মা গিয়েছিলেন, কিন্তু ফিরে মেয়েকে দেখতে পেলেন নিথর অবস্থায়। অভিযুক্ত আর কেউ নয়, তারই সত্‍ বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটে মুম্বইয়ের মানখুর্দে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে শিশুটির মা অভিযুক্তের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন। তারা মানখুর্দে একসঙ্গে থাকতে শুরু করে। শিশুটির মা একাধিক বাড়িতে গৃহকর্মীর কাজ করে থাকেন। অভিযুক্ত বাবা একজন টেম্পো চালক, যে বেশিরভাগ সময় রাতের শিফটে কাজ করেন।

শিশুটির মা জানিয়েছেন, প্রতিদিন যখন তিনি কাজে যেতেন, তখন স্বামীর কাছেই আড়াই বছরের মেয়েকে রেখে যেতেন। কিন্তু মেয়েকে দেখাশোনা করা নিয়ে তাদের দুজনের মধ্যে প্রায়ই বচসা বাঁধত। অভিযুক্ত স্বামী মোটেও ভালোবেসে তার স্ত্রীর মেয়েকে দেখতেন না। ঘটনার দিন মা বাড়ি ফিরে শিশুটিকে শুয়ে থাকতে দেখে। প্রথমে দেখে মনে করেছিলেন যে, সে যেন ঘুমিয়ে আছে। কাছে যেতেই দেখেন মেয়ে আর নেই। তারপর তিনি যখন তাঁর স্বামীকে জিজ্ঞাসা করেন। তখন তার আচরণ সন্দেহজনক লাগে। এবং প্রতিবেশি,পুলিসকে ডাকার জন্য বলে।

আরও পড়ুন:KALI: ভারতের হাতে রয়েছে ভয়ংকর অস্ত্র 'কালী', ভয় করে চিন-পাকিস্তান

ইতোমধ্যেই পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত হয়তো শিশুটিকে ধর্ষণ করেছে। তবে পুলিস এখনও পর্যন্ত সেটি নিশ্চিত করেনি। সন্দেহ দূর করতে পুলিস পোস্টমর্টেমের রিপোর্টের জন্য অপেক্ষা করে আছে। এখন অভিযুক্তকে হত্যার অভিযোগের মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে। তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিস। মানখুর্দ থানার সিনিয়র মহিলা পুলিস পরিদর্শক মধু ঘোরপাড়ে নিশ্চিত করেছেন যে, ঘটনার সময় অভিযুক্ত মত্ত অবস্থায় ছিল না, ধর্ষণ বা যৌন নির্যাতনের কোনও চিহ্নও ছিল না। তবে ঠিক কী কারণে সে এই হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

.