Kolkata Youth Death: লখনউ-আগ্রা হাইওয়েতে ভয়ংকর দুর্ঘটনা, নিহত কলকাতার ৪ জন
Kolkata Youth Death: ওই দুর্ঘটনা ঘটে হাইওয়ের ৯৭ নম্বর মাইলস্টোনের কাছে। এমনটাই জানিয়েছেন জেলা পুলিস সুপার বিনোদ কুমার। নিহতদের কাছে পাওয়া আধার কার্ড থেকে জানা গিয়েছে ওই চারজনই কলকাতার গার্ডেনরিচের বাসিন্দা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশের মৈনপুরীতে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতার ৪ ব্যক্তির। রবিবার লখনউ-আগ্রা হাইওয়েতে কলকাতা নিবাসী ওই ৪ জনের এসইউভিটি দাঁড়িয়ে থাকা একটি লরিতে গিয়ে ধাক্কা মারে। প্রবল সেই ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ওই এসএসইউভিটি। এসইউভিটি কলকাতা থেকে লখনউ-আগ্রা হাইওয়ে ধরে যাচ্ছিল আলিগড়।
আরও পড়ুন-প্রতারণার শিকার বহু ভারতীয়, রাশিয়ার হয়ে ইউক্রেনে 'যুদ্ধে' গিয়ে নিহত সুরাতের যুবক
গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে হাইওয়ের ৯৭ নম্বর মাইলস্টোনের কাছে। এমনটাই জানিয়েছেন জেলা পুলিস সুপার বিনোদ কুমার। নিহতদের কাছে পাওয়া আধার কার্ড থেকে জানা গিয়েছে ওই চারজনই কলকাতার গার্ডেনরিচের বাসিন্দা। নাম জিশান, তৌসিফ, আদিল ও আমান। এদের বাড়ি গার্ডেনরিচের রামনগর বস্তি লেনে।
এদিকে, শনিবারই কাশগঞ্জে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২২ জন। এদের মধ্যে অনেকেই শিশু ও মহিলা। একটি ট্রাক্টরে চড়ে একদল লোকজন গঙ্গাস্নান করতে যাচ্ছিলেন। তাদের ট্রাক্টরটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গেল ট্রাক্টর-সহ ট্রলিটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। ঘঠনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। পরে হাসপাতালে মৃত্য়ু হয় বাকী ২২ জনের। মৃতদের মধ্যে অধিকাংশ শিশু ও মহিলা। রয়েছেন একই পরিবারের ১০ জন।
ওই ঘটনায় কাশগঞ্জের অতিরিক্ত পুলিস সুপার বলেন, নিহতদের মধ্যে ১৩ জন মহিলা ও ৮ শিশু। এখনও ১০ জনের চিকিত্সা চলছে। মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা করে দেবে সরকার। পাশাপাশি আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)