আইটি দুনিয়ায় শ্রেষ্ঠ আসনের পথে ভারত, টিসিএস দশম স্থানে

তথ্য প্রযুক্তিতে নতুন মাত্রা পেল ভারত। ভারতের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি কোম্পানি টিসিএস বিশ্বের দশমতম জায়গা দখল করল। ২০১২তে ছিল ১৩তম স্থানে কিন্তু সাড়ে দশ বিলিয়ন ডলার মুনাফা লাভ করে ইনফোসিস, উইপ্রো, কগনিজেন্টকে ছাপিয়ে দশ নম্বর জায়গায় পৌঁছিয়ে যায়।

Updated By: Apr 22, 2014, 12:07 PM IST

তথ্য প্রযুক্তিতে নতুন মাত্রা পেল ভারত। ভারতের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি কোম্পানি টিসিএস বিশ্বের দশমতম জায়গা দখল করল। ২০১২তে ছিল ১৩তম স্থানে কিন্তু সাড়ে দশ বিলিয়ন ডলার মুনাফা লাভ করে ইনফোসিস, উইপ্রো, কগনিজেন্টকে ছাপিয়ে দশ নম্বর জায়গায় পৌঁছিয়ে যায়।

বারো বছর আগে টিসিএসের আয় ছিল মাত্র ১ বিলিয়ন ডলার। সেইসময় টিসিএসের সিইও রামাদোরাই জানিয়েছিলেন তাঁদের লক্ষ্য ২০১০-র মধ্যে ১০ নম্বর জায়গায় পৌঁছানো। একটু দেরি হলেও এবারের ২০১৩-১৪ অর্থবর্ষে সেই স্বপ্নপূরণ করতে পেরেছে। এছাড়া ভারতের উল্লেখযোগ্য তথ্যপ্রযুক্তি কোম্পানি কগনিজেন্ট ( ১৫তম), ইনফোসিস (১৮তম), উইপ্রো (২০তম), এইচসিএল (২৫তম) স্থান করে নেয়।

নিচে দেওয়া হল সেরা তথ্যপ্রযুক্তি কোম্পানি
1) IBM - 54.4 $ billion
2) Fujitsu - 32.1 $ billion
3) HP - 29.2 $ billion
4) Accenture - 25.4 $ billion
5) NTT - 16.7 $ billion
6) SAP - 15.4 $ billion
7) Oracle- 13.5$ billion
8) Capgemini - 13.4 $ billion
9) CSC - 12.4 $ billion
10) TCS - 10.5 $ billion
15) Cognizant - 7.7 $ billion
18) Infosys - 6 $ billion
20) Wipro- 4.7$ billion
25)HCl- 3.9$billion

.