মানস সরোবরে দেখা যায় এক আশ্চর্য আলো (দেখুন ভিডিও)

ভূ-পৃষ্ঠ থেকে ৪ হাজার ৫৯০ মিটার উঁচুতে অবস্থিত মানস সরোবর লেক। এই লেক ঘিরে প্রচলিত আছে নানারকম গল্প। যার মধ্যে আনেক গল্পেরই কোনও ব্যাখ্যা পাওয়া যায় না।

Updated By: Mar 7, 2016, 05:11 PM IST
মানস সরোবরে দেখা যায় এক আশ্চর্য আলো (দেখুন ভিডিও)

ওয়েব ডেস্ক: ভূ-পৃষ্ঠ থেকে ৪ হাজার ৫৯০ মিটার উঁচুতে অবস্থিত মানস সরোবর লেক। এই লেক ঘিরে প্রচলিত আছে নানারকম গল্প। যার মধ্যে আনেক গল্পেরই কোনও ব্যাখ্যা পাওয়া যায় না। এমনই এক ঘটনা হল মানস সরোবরের অদ্ভূত আলো।

মাঝে মাঝেই রাতের অন্ধকারে মানস সরোবরের জলের ওপর দেখা অদ্ভূত দুটো আলোর বিন্দু। যা বহু দূর থেকে জ্বলজ্বল করতে দেখা যায়। কিন্তু কী এই আলোর উৎস তার কোনও ব্যাখ্যা নেই। তীর্থযাত্রীরা মনে করেন ভগবান নাকি নেমে আসেন পৃথিবীতে। কারওর ধারণা ওই আলো গুলো ইউএফও-র। ওগুলোতে করে ইটি-র মতো কোনও অন্য গ্রহের প্রাণী হয়ত পৃথিবীতে আসে।

দেখুন সেই ভিডিও

 

.