তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব চলছে বিহারে

তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে বিহারে। নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ। বেলা ১টা পর্যন্ত ৩৩ শতাংশ ভোট পড়েছে বিহারে। বেলা ১২ টা পর্যন্ত ভোট পরেছিল ২০ শতাংশ। বুথের বাইরে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

Updated By: Oct 28, 2015, 02:12 PM IST
তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব চলছে বিহারে

ওয়েব ডেস্ক: তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে বিহারে। নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ। বেলা ১টা পর্যন্ত ৩৩ শতাংশ ভোট পড়েছে বিহারে। বেলা ১২ টা পর্যন্ত ভোট পরেছিল ২০ শতাংশ। বুথের বাইরে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

বিহারের মোট ৫ দফার ভোটের মধ্যে তৃতীয় দফার ভোট আজ। ৫০টি বিধানসভা আসনের ১৪ হাজার ১৭০ টি বুথে নিজেদের মত দেবেন ভোটাররা। মাওবাদী অধ্যুষিত এলাকার ১০ টি আসনের ১ হাজার ৯০৯ টি বুথে বিকেল ৪ টে পর্যন্ত ভোট হবে। বাকি ৪০ টিতে নির্ধারিত বিকেল ৫ টা পর্যন্ত ভোট হবে। অতিস্পর্শকাতর বুথ রয়েছে ৬ হাজার ৭৪৭ টি। কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। ১ হাজার ১৭০ কোম্পানি নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রয়েছে ৬ টি হেলিকপ্টার, ড্রোনের নজরদারি। রয়েছে এয়ার অ্যাম্বুল্যান্সও।

এরপর বিহারে চতুর্থ দফার ভোট ১ নভেম্বর এবং পঞ্চম দফার ভোট হবে ৫ নভেম্বর।

.