Exit Poll Scam| SEBI: নজরে এক্সিট পোল, শেয়ার মার্কেটে দুর্নীতি? SEBI-র বিরুদ্ধে আইনি পথে তৃণমূল!

তৃণমূল সাংসদ সাকেত গোখলের দাবি, 'এক্সিট পোলে  হাস্যকর ফল দেখানো হয়েছিল। এক্সিট পোলের কারণেই শেয়ার মার্কেট অস্বাভাবিকভাবে উঠেছিল। এরপর মোদী যখন বারাণসীতে দীর্ঘক্ষণ পিছিয়ে ছিলেন, তখন বিনিয়োগকারীরা বিভান্ত হয়ে গিয়েছিলেন। ৩০ লক্ষ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। শেয়ার মার্কেটকে প্রভাবিত করা হয়েছিল'।

Updated By: Jun 19, 2024, 07:29 PM IST
Exit Poll Scam| SEBI: নজরে এক্সিট পোল, শেয়ার মার্কেটে দুর্নীতি? SEBI-র বিরুদ্ধে আইনি পথে তৃণমূল!

রাজীব চক্রবর্তী: শেয়ার মার্কেটেও ভোটের খেলা? SEBI-র বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা করার হুঁশিয়ারি দিল তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে বললেন, 'SEBI আমাদের এখনও কোনও লিখিত জবাব দেয়নি। শুধু মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। এই বিষয়টা আমরা সংসদে তুলব।   প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব। যদি দোষ প্রমাণ হয় আমরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইব'। 

আরও পড়ুন:  Ayodhya: রামমন্দিরে রক্তপাত? কেন গুলি চলল রামলালার চোখের সামনে?

ঘটনাটি ঠিক কী? এক্সিট পোলের হিসেব মেলেনি। একক সংখ্যাগরিষ্ঠতা অধরা। দিল্লিতে এবার NDA-র শরিকদের সমর্থনে সরকার গড়েছে বিজেপি। তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন নরেন্দ্র মোদী। বাংলা থেকে প্রতিমন্ত্রী ২ জন। বিজেপির রাজ্য সভাপতি, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার আর বনগাঁর শান্তনু ঠাকুর।

এদিকে দুশোরও বেশি আসনে জিতেছে বিরোধীদের ইন্ডিয়া জোট। তৃণমূল সাংসদ সাকেত গোখলের দাবি, 'এক্সিট পোলে  হাস্যকর ফল দেখানো হয়েছিল। এক্সিট পোলের কারণেই শেয়ার মার্কেট অস্বাভাবিকভাবে উঠেছিল। এরপর মোদী যখন বারাণসীতে দীর্ঘক্ষণ পিছিয়ে ছিলেন, তখন বিনিয়োগকারীরা বিভান্ত হয়ে গিয়েছিলেন। ৩০ লক্ষ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। শেয়ার মার্কেটকে প্রভাবিত করা হয়েছিল'।

সাকেত বলেন, 'সাধারণ মানুষ ৩০ লক্ষ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন মানে কেউ ৩০ লক্ষ কোটি টাকা লাভ করেছে। এরা কারা? SEBI-র তদন্ত করা উচিত। যে সংস্থাগুলি লাভবান হয়েছে, সেই সংস্থাগুলিতে বিজেপি বা শাসক দলের কোনও নেতার বিনিয়োগ আছে কি না তদন্ত হওয়া উচিত।  সাধারণ মানুষের টাকা গিয়েছে হাতে গোনা কয়েকটি শিল্প সংস্থার হাতে। SEBI-এর কাছে আমরা জানতে চেয়েছি। বারবার চিঠি দেওয়া সত্ত্বেও তদন্ত করছে না'।

আরও পড়ুন:  Viral Video: OMG! গরম থেকে বাঁচতে স্কুটিতেই শাওয়ার...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.