শীতের রাজধানীতে কাঁপুনি ধরাতে পারে তৃণমূলের আন্দোলন

সপ্তাহের প্রথম কাজের দিনেই দিল্লিতে কাঁপুনি ধরিয়ে দিতে চায় পশ্চিমবঙ্গের শাসকদল। প্রধানমন্ত্রীর বাসভবন ও প্রধানমন্ত্রীর দফতর। গত সপ্তাহেই দিল্লির দুই লোকেশনে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা। বেনজির বিক্ষোভে দেশের রাজনৈতিক মহলের নজর সফলভাবে নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল। মোদী বিরোধী আন্দোলনের প্রধান মুখই এখন মমতা।

Updated By: Jan 9, 2017, 10:30 AM IST
শীতের রাজধানীতে কাঁপুনি ধরাতে পারে তৃণমূলের আন্দোলন

ওয়েব ডেস্ক: সপ্তাহের প্রথম কাজের দিনেই দিল্লিতে কাঁপুনি ধরিয়ে দিতে চায় পশ্চিমবঙ্গের শাসকদল। প্রধানমন্ত্রীর বাসভবন ও প্রধানমন্ত্রীর দফতর। গত সপ্তাহেই দিল্লির দুই লোকেশনে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা। বেনজির বিক্ষোভে দেশের রাজনৈতিক মহলের নজর সফলভাবে নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল। মোদী বিরোধী আন্দোলনের প্রধান মুখই এখন মমতা।

নোট বাতিলের প্রতিবাদ এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। দুই ইস্যুকে পাশাপাশি রেখে আজ পথে নামছে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ হবে কলকাতায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালকে গ্রেফতারের প্রতিবাদে CGO কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখাবেন ঘাসফুল নেতা, কর্মী, সমর্থকরা। একইভাবে নোট বাতিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি রয়েছে তৃণমূলের।

আরও পড়ুন- আজ আদালতে সুদীপ-রোজভ্যালির আর্থিক লেনদেনের প্রমাণ দেবে CBI

পাশাপাশি, দিল্লিতে তৃণমূল সাংসদদের ডাকাবুকো উপস্থিতি চিন্তায় রেখেছে স্বরাষ্ট্রমন্ত্রককেও। তাঁরা আবার কী করে বসেন, তা নিয়ে উদ্বেগ যাচ্ছে না সাউথব্লকের। তৃণমূল সূত্রে খবর, নিজেদের সংসদীয় অফিসে বৈঠকেই স্থির হবে পরবর্তী কৌশল। বুধবার পর্যন্ত লাগাতার আন্দোলন চালানোর কথা ভেবে রেখেছে তারা।

আরও পড়ুন- আগামী ১৩ তারিখ পর্যন্ত কার্ডে পেট্রোল পাম্প থেকে তেল কেনা যাবে

.