জমিতে পাখির বাসা, পাখির স্বার্থে ফসল কাটা বন্ধই করে দিলেন কৃষক

এ সংক্রান্ত একটি ভিডিয়ো শেয়ার করে কৃষকের প্রভূত প্রশংসা করেন বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ মহিন্দ্রা।

Updated By: Feb 26, 2021, 12:17 PM IST
জমিতে পাখির বাসা, পাখির স্বার্থে ফসল কাটা বন্ধই করে দিলেন কৃষক

নিজস্ব প্রতিবেদন: ছোট্ট একটি পদক্ষেপ। কিন্তু অনেক বড় তার পিছনের ভাবনা। যে ভাবনার নজির রাখলেন তামিলনাড়ুর এক কৃষক। তাঁর এই মনোভাব প্রশংসাও পেল সকলের। আপ্লুত হলেন দেশের এক বিশিষ্ট ব্যবসায়ী।  

তামিলনাড়ুর এই চাষির নাম জে রঙ্গনাথন (J Ranganathan)। তামিলনাড়ুর তাঞ্জাভুরের কুম্ভকোনমে (Kumbakonam in Tamil Nadu’s Thanjavur) থাকেন তিনি। রিপিং মেশিন দিয়ে ধান কাটা চলছিল তাঁর জমিতে। হঠাৎই নজরে আসে জমির একাংশে পাখির বাসা (nest)। বাসায় দেখা যায় চড়ুই পাখির কতগুলি ডিম (four eggs of a sparrow)।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যে আজই ভোটের দিন ঘোষণা

সঙ্গে সঙ্গে তিনি ওই অংশের ধান কাটা বন্ধ করে (field unharvested) দেন। ডিমগুলি যাতে নষ্ট না হয়, সেই জন্য কয়েকটি ছোট ছোট লাঠি দিয়ে ধানগাছগুলিকে পরম যত্নে বেঁধেও দেন তিনি। রঙ্গনাথন মনে করেন, যথাসময়ে বাসায় ফিরবে মা-চড়ুই। তাই পাখির বাসা ও ডিমগুলিকে সুরক্ষিত রাখার এই ব্যবস্থা।

কোনও পরিবেশবিদ নন। ধান না কাটলে তাঁর আর্থিক ক্ষতিও হবে। কিন্তু সেই ক্ষতি মেনে নেওয়া এবং পরিবেশ-প্রকৃতির প্রতি জে রঙ্গনাথনের এই আন্তরিক অনুভূতির প্রকাশ সকলের মন জয় করে নিল। দেশের অন্যতম বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ মহিন্দ্রা (Business tycoon Anand Mahindra) রঙ্গনাথনের প্রভূত প্রশংসা করেন। শুধু তাই নয়, তিনি রঙ্গনাথনকে 'environmental hero’ বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন: জ্বালানির মূল্যবৃদ্ধি, GST ব্যবস্থার বিরোধিতায় আজ ভারত বনধ, কোথায় প্রভাব জানুন

.