বারামুলায় সেনার গুলিতে নিকেশ ৩ জঙ্গি

রবিবার গভীর রাত থেকেই একটানা গুলিবর্ষণ শুরু হয়। সকালে গুলিবর্ষণ বন্ধ হলেও পরিস্থিতি উত্তপ্ত থাকে। বোমাইতে তল্লাশি চালাচ্ছে সিআরপিএফের ৯২ ব্যাটেলিয়ন, সেনার ২২ রাষ্ট্রীয় রাইফেলস ও রাজ্য পুলিশ।

Updated By: Dec 11, 2017, 09:33 AM IST
বারামুলায় সেনার গুলিতে নিকেশ ৩ জঙ্গি

নিজস্ব প্রতিবেদন:  কাশ্মীরের বারামুলায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। বোমাই এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৩ জঙ্গির খতম হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, নিহত তিন জঙ্গিই পাকিস্তানের বাসিন্দা।

আরও পড়ুন: বিমানে বলিউড অভিনেত্রীর শ্লীলতাহানি, অবশেষে গ্রেফতার অভিযুক্ত ‌যুবক

রবিবার গভীর রাত থেকেই একটানা গুলিবর্ষণ শুরু হয়। সকালে গুলিবর্ষণ বন্ধ হলেও পরিস্থিতি উত্তপ্ত থাকে। বোমাইতে তল্লাশি চালাচ্ছে সিআরপিএফের ৯২ ব্যাটেলিয়ন, সেনার ২২ রাষ্ট্রীয় রাইফেলস ও রাজ্য পুলিশ।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ‘বিনিয়োগকারীদের সম্মেলন ২০১৮’ উপলক্ষে রোড শো রাজধানীতে

অন্যদিকে, রাজৌরিতে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতীয় সেনা লক্ষ্য করে বিনা প্ররোচনায় গুলি ছুড়ছে পাকিস্তানী সেনারা। এখনও পর্যন্ত এক জন সেনার আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। 

.