অযোধ্যায় মসজিদ তৈরির জন্য জমি নিতে রাজি হল ইউপির সুন্নি ওয়াকফ বোর্ড

এদিকে, ওই জমি কীভাবে ব্যবহার করা হবে তা নিয়ে বিভিন্ন মত উঠে আসছে

Updated By: Feb 22, 2020, 05:22 PM IST
অযোধ্যায় মসজিদ তৈরির জন্য জমি নিতে রাজি হল ইউপির সুন্নি ওয়াকফ বোর্ড

নিজস্ব প্রতিবেদন: আদালতের নির্দেশ মেনে নিল উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড। আদালতের নির্দেশ ছিল বাবরিস্থলেই হবে রাম মন্দির। পাশাপাশি মসজিদ তৈরির জন্য অযোধ্যার মধ্যেই ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এনিয়ে মুসলিম সমাজের আপত্তি থাকলেও শেষপর্যন্ত তা মেনে নিল উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড। শুক্রবার এনিয়ে সম্মতি দিল বোর্ড।

আরও পড়ুন-ইস্পাত কলোনির পার্কে বিজেপি নেতাকে মারধর, চলল গুলি, অভিযোগ তৃণমূলের দিকে

অযোধ্যা থেকে ২০ কিলোমিটার দূরে রৌনাই টাউনশিপের মধ্যে ধান্নিপুর গ্রামে দেওয়া হয়েছে ওই ৫ একর জমি। কেন শেষপর্যন্ত ওই সিদ্ধান্ত? বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জমি নিতে অস্বীকার করার এক্তিয়ার বোর্ডের নেই। কারণ তা হলে তা আদালত অবমাননার সামিল হতো।

এদিকে, ওই জমি কীভাবে ব্যবহার করা হবে তা নিয়ে বিভিন্ন মত উঠে আসছে। কেউ কেউ বলছেন ওই জায়গায় স্কুল তৈরি করা হোক। কেউ বলছেন হাসপাতাল হোক। তবে এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ২৪ ফেব্রুয়ারি বোর্ডের বৈঠকে।

আরও পড়ুন-মোদী বহুমুখী প্রতিভাধর, আন্তর্জাতিক দূরদৃষ্টিসম্পন্ন: সুপ্রিম কোর্টের বিচারপতি

উল্লেখ্য, গতবছর ৯ নভেম্বর অযোধ্য জমি বিতর্কে ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। সেই রায়ে বলা হয়, অযোধ্যস্থলে ২.৭৭ একর বিতর্কিত জমিতেই তৈরি হবে রাম মন্দির। পাশাপাশি অযোধ্যার মধ্যেই বাবরি মসজিদ তৈরির জন্য ৫ একর জমি দেওয়া হবে মুসলিম পক্ষকে।

.