'বিদ্রোহী ৯ কংগ্রেস বিধায়ক ভোট দিতে পারবেন না', রায় আদালতের, উত্তরাখণ্ড ইস্যুতে স্বস্তিতে হরিশ রাওয়াত

উত্তরাখণ্ড ইস্যুতে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল বিজেপি। হরিশ রাওয়াতকে কিছুটা স্বস্তি দিল সর্বোচ্চ আদালত। আস্থাভোটে বিদ্রোহী বিধায়কদের যোগদান সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দেয়, উত্তরাখণ্ড হাইকোর্টের রায়ের ওপর কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি করা হবে না।  

Updated By: May 9, 2016, 05:04 PM IST
'বিদ্রোহী ৯ কংগ্রেস বিধায়ক ভোট দিতে পারবেন না', রায় আদালতের, উত্তরাখণ্ড ইস্যুতে স্বস্তিতে হরিশ রাওয়াত

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ড ইস্যুতে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল বিজেপি। হরিশ রাওয়াতকে কিছুটা স্বস্তি দিল সর্বোচ্চ আদালত। আস্থাভোটে বিদ্রোহী বিধায়কদের যোগদান সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দেয়, উত্তরাখণ্ড হাইকোর্টের রায়ের ওপর কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি করা হবে না।  

উত্তরাখণ্ড হাইকোর্ট রায় দিয়েছিল, বিক্ষুব্ধ নয় কংগ্রেস বিধায়ক আস্থাভোটে অংশ নিতে পারবেন না। এর পরই তড়িঘড়ি শুনানি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিদ্রোহী ৯ কংগ্রেস বিধায়ক। কিন্তু সেই আর্জি খারিজ, ফলে আগামিকাল আস্থাভোটে যোগ দিতে পারছেন না কংগ্রেসের ওই নয় বিক্ষুব্ধ বিধায়ক। এর ফলে  কালকের শক্তি পরীক্ষায় অ্যাডভান্টেজ হরিশ রাওয়াত। ৯ জন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক আস্থা ভোটে না থাকলে, ৭০ আসনের বিধানসভায় বিধায়ক সংখ্যা কমে দাঁড়াবে ৬১-তে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য দরকার ৩১ জন বিধায়কের সমর্থন। কংগ্রেসের ২৭ জন সহ আরও কয়েকজন বিধায়কের সমর্থন নিয়ে প্রয়োজনীয় সংখ্যা রয়েছে হরিশের ঝুলিতে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আস্থাভোট হবে আদালতের নজরদারিতে। 

.