Binay Mishra Brother Arrested: কয়লা পাচারে জড়িয়ে দেশছাড়া বিনয় মিশ্র, ভাই গ্রেফতার যৌন হেনস্থার অভিযোগে, করলেন বিস্ফোরক দাবি
Binay Mishra Brother Arrested: তাকে আজ আলিপুর কোটে হাজির করা হয়। তাকে এক দিনে জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামিকাল তাকে তোলা হবে পকসো আদালতে
![Binay Mishra Brother Arrested: কয়লা পাচারে জড়িয়ে দেশছাড়া বিনয় মিশ্র, ভাই গ্রেফতার যৌন হেনস্থার অভিযোগে, করলেন বিস্ফোরক দাবি Binay Mishra Brother Arrested: কয়লা পাচারে জড়িয়ে দেশছাড়া বিনয় মিশ্র, ভাই গ্রেফতার যৌন হেনস্থার অভিযোগে, করলেন বিস্ফোরক দাবি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/24/505715-7.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়লা পাচার মামলায় অভিযুক্ত বিনয় মিশ্র। কিন্তু তার নাগাল এখনও পায়নি পুলিস। কারণ সে এখন অন্য দেশে আশ্রয় নিয়েছে। এদিকে সেই বিনয় মিশ্রের ভাইকে গ্রেফতার করল কালীঘাট থানা। বিনয় মিশ্রের স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বিকাশকে। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে।
এদিকে, আজ আদালত থেকে বের হওয়ার সময় বিস্ফোরক দাবি করলেন বিকাশ মিশ্র। বিনয় মিশ্রর ভাই বলেন, আমাকে খুনের চক্রান্ত চলছে। মুখ খুললে সরকার পড়ে যাবে।
আরও পড়ুন-নিশানায় ইন্ডিয়া জোট! 'কংগ্রেস কেন বিজেপিকে হারাতে পারে না?', প্রশ্ন কুণালের...
পকসো আইন, শ্লীলতাহানি, কুটুক্তি, যডযন্ত্র, ভয় দেখানো, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিকাশ মিশ্রকে। তাকে আজ আলিপুর কোটে হাজির করা হয়। তাকে এক দিনে জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামিকাল তাকে তোলা হবে পকসো আদালতে।
বিনয় মিশ্রর স্ত্রী দেওরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। তিনি বলেছেন, তার উপরে অত্যাচার করত বিকাশ মিশ্র।
এনিয়ে বিকাশ মিশ্রর আইনজীবী বলেন, কয়লা কেলেঙ্কারিতে বিনয় মিশ্রকে ধরতে পারল না। অপদার্থতা পুলিসের। যেখানেই সে পালিয়ে যাক তাকে ধরে আনতে পারেনি পুলিস। তার জায়গায় তার ভাইকে অন্য মামলায় ধরা হয়েছে।
উল্লেখ্য়, একসময় কয়লা ও গোরু পাচার মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করে সিবিআই। তবে আপাতত জামিনে ছিলেন বিকাশ। তবে এবার যৌন হেনস্থার অভিযোগে কলকাতা পুলিস গ্রেফতার করল পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)