Madhyamik Candidate Missing: গেমের টানেই ভিনরাজ্যে উধাও মাধ্যমিক পরীক্ষার্থী? ঘনাচ্ছে রহস্য...

Madhyamik Candidate Missing: পাঁচ দিন পার। এখনও খোঁজ মেলেনি হালিশহরের অর্কদ্যুতি সরকারের।

Updated By: Feb 14, 2025, 10:11 PM IST
Madhyamik Candidate Missing: গেমের টানেই ভিনরাজ্যে উধাও মাধ্যমিক পরীক্ষার্থী? ঘনাচ্ছে রহস্য...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গেমের টানেই কি ভিন রাজ্য়ে উধাও মাধ্যমিক পরীক্ষার্থী? হালিশহর স্টেশনের কাছে পাওয়া গিয়েছে সাইকেল। শিয়ালদহ স্টেশনের সিসিটিভি খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন:  Madhyamik 2025: মাধ্যমিক পরীক্ষা দিয়ে বন্ধুর বাড়িতে এসে বিছানা থেকে আর উঠলনা অর্পিতা! রহস্য...

ঘটনাটি ঠিক কী? উত্তর ২৪ পরগনার হালিশহরের মনসাতলার অর্কদ্যুতি সরকার। হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের কৃতী ছাত্র। এবছরের মাধ্য়মিক পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষা শুরুর আগের দিন থেকে নিখোঁজ সে। পরিবারের দাবি, সন্ধ্যায় জেরক্স করার জন্য সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় অর্কদ্যুতি, কিন্তু আর ফেরেনি।

মেধাবী ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে এখন হন্য হয়ে খুঁজছে পুলিস। তদন্তে জানা গিয়েছে, মোবাইলে গেমে আসক্ত ছিল অর্কদ্যুতি। ফ্রি ফায়ার  গেমে রীতিমতো পারদর্শী ছিল সে।  ফলে ফ্রি ফায়ার গেমে প্রলোভনে বেপাত্তা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। বরং সাইকেল উদ্ধারের পর পুলিস কার্যত নিশ্চিত যে, কোনও প্রলোভনে পা দিয়েই সম্ভবত ভিন রাজ্য়ে চলে গিয়েছে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। 

আরও পড়ুন:  Shantipur State General Hospital: অমানবিক, সরকারি হাসপাতালে শিশুর বমি পরিষ্কার করতে হল বাবাকেই! ভাইরাল ভিডিয়ো...

পুলিস সূত্রে খবর, হালিশহর স্টেশনের কাছে একটি গ্যারেজে ছিল অর্কদ্যুতি সাইকেলটি। গ্যারেজ কর্তৃপক্ষক সে বলেছিল, পরের দিন এসে সাইকেল নিয়ে যাবে। পরিবারের লোকেদের দাবি, মেধাবী ছেলেকেও হালিশহরেরই কোথাও আটকে রাখা হয়েছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.