Madhyamik 2025: মাধ্যমিক পরীক্ষা দিয়ে বন্ধুর বাড়িতে এসে বিছানা থেকে আর উঠলনা অর্পিতা! রহস্য...

 Madhyamik Student: নকশালবাড়ি মেচবস্তি এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যু। বন্ধুর বাড়িতেই ঘটে তার এই ঘটনাটি। অস্বাভাবিক এই মৃত্যুর তদন্তে পুলিস।

Updated By: Feb 14, 2025, 07:57 PM IST
Madhyamik 2025: মাধ্যমিক পরীক্ষা দিয়ে বন্ধুর বাড়িতে এসে বিছানা থেকে আর উঠলনা অর্পিতা! রহস্য...

নারায়ণ সিংহ রায়: মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য। মৃত পরীক্ষার্থীর নাম অর্পিতা মন্ডল। অর্পিতা নকশালবাড়ি নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং হাতিঘিসার পরীক্ষাকেন্দ্র মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। জানা গিয়েছে, বান্ধবীর বাড়িতে থেকেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল অর্পিতা। বৃহস্পতিবার বিকেলে বান্ধবীর বাড়িতেই ঘুমাচ্ছিল সে। কিছুক্ষণ সময় কেটে গেলে তার বান্ধবী তাকে বেশ অনেকক্ষন ধরেই ডাকাডাকি করে কিন্তু তার কোনও রকম সাড়া-শব্দ পায়না। এরপর মেয়েটির কোন উত্তর না পাওয়ায় পুরো বিষয়টি অর্পিতার মাকে জানান অর্পিতার বান্ধবী।

আরও পড়ুন: East Medinipur: তরুণের স্বপ্ন! অবহেলায় জীর্ণ স্কুলবাড়িকে নিজের খরচে যত্নে সাজাচ্ছেন হেডমাস্টার...

 এরপর অর্পিতার মা, অর্পিতাকে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মেয়েটিকে মৃত বলে ঘোষণা করেন। তবে কিভাবে মৃত্যু হল তারই ধন্দে পুলিস। এদিন পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। নকশালবাড়ি থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখচ্ছেন পুলিস আধিকারিকরা।

আরও পড়ুন: Elephant Incident: উত্‍সবে শোকের ছায়া! শোভাযাত্রার হাতির তাণ্ডবে মন্দিরেই মৃত ৩, আহত প্রায় ৩০...

এবিষয়ে কার্শিয়াং এর অতিরিক্ত পুলিস সুপার অভিষেক রায় বলেন, 'ময়নাতদন্তের রিপোর্ট এলেই সঠিক কারণ জানা যাবে। মৃত্যুর সঠিক কারণ জানতেই মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে। একজন ম্যাজিস্ট্রেটের দায়িত্বে পুরো তদন্ত করা হবে।' প্রসঙ্গত শুক্রবার সকালেই এলাকায় যান ম্যাজিস্ট্রেট। তিনি গিয়ে গোটা এলাকা ঘুরে দেখার পাশাপাশি কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.