Vaccine নিলেও এই নিয়মগুলি মানুন, কেন্দ্রের Chief Scientific Advisor-এর কড়া সতর্কতা
কী কী নিয়ম মানতে বললেন?
নিজস্ব প্রতিবেদন: সরকারি হিসেব বলছে, দেশে এখনও পর্যন্ত প্রায় ১৮ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু তাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে একটি পরামর্শ দিলেন কেন্দ্রের প্রিন্সিপল সায়েন্টিফিক অ্যাডভাইজার (chief scientific advisor) কে বিজয় রাঘবন (K Vijay Raghavan)। তাঁর আরজি, “টিকা নিলেও মেনে চলুন করোনাবিধি।”
আরও পড়ুন: কোভিড পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী Narendra Modi
শনিবার কে বিজয় রাঘবন (K Vijay Raghavan) বলেন, "এই পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থার উপর মারাত্মক চাপ পড়ছে। তাই কোনও ধরনের বেনিয়ম সেই চাপ কয়েকগুন বাড়িয়ে দিতে পারে। তাই যাঁদের টিকা নেওয়া হয়নি বা টিকা নেওয়া হয়েছে, তাঁরা অবশ্যই নিময় মেনে চলুন। মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। মানুন দূরত্ববিধি।" তিনি আরও জানান, করোনার তৃতীয় ঢেউ আরও মারাত্মক হতে পারে। তবে সেটা কবে আসবে, তা এখনও অজানা। নতুন ঢেউকে আটকানোর জন্য প্রস্তুত থাকা জরুরি।
Very important, whether vaccinated or not: Masks, physical distancing, ventilation. These interventions are also immediately critical for lowering pressures on the healthcare system, during this surge. Adherence essential at the personal and community levels. By all.
— Principal Scientific Adviser, Govt. of India (@PrinSciAdvGoI) May 15, 2021
আরও পড়ুন: মাঝ সমুদ্রে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, জারি সতর্কতা
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, শনিবার সামান্য কমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের কবলে পড়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৬৬ হাজার ২০৭। স্বস্তি জাগিয়ে বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন। করোনা থেকে দেশে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার ৮৯৮ জন।