উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হল। যুযুধান দুই প্রার্থী ইউপিএ-র হামিদ আনসারি ও এনডিএ-র জসবন্ত সিং। সকাল ১০টা থেকে  বিকেল ৫টা পর্যন্ত চলেছে ভোটদান পর্ব। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট ভোটার ছিলেন ৭৮৮ জন সাংসদ। ভোট দিয়েছেন ৭৩৫ জন।

Updated By: Aug 7, 2012, 09:53 AM IST

উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হল। যুযুধান দুই প্রার্থী ইউপিএ-র হামিদ আনসারি ও এনডিএ-র জসবন্ত সিং। সকাল ১০টা থেকে  বিকেল ৫টা পর্যন্ত চলেছে ভোটদান পর্ব। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট ভোটার ছিলেন ৭৮৮ জন সাংসদ। ভোট দিয়েছেন ৭৩৫ জন। হামিদ আনসারিকে সমর্থন করছে তৃণমূল-সহ ইউপিএ-র সব শরিক দল। বর্তমান উপ-রাষ্ট্রপতিকেই ফের সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও বামেরা।
অন্যদিকে, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের একজোট রাখতে পেরেছে এনডিএ শিবির। রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়কে ভোট দিলেও এবার জসবন্ত সিংকেই সমর্থনের কথা জানিয়েছে জেডিইউ এবং শিবসেনা। জসবন্ত সিংকে সমর্থন করছেন এআইএডিএমকে নেত্রী জয়ললিতাও। তবে, ভোটদানে বিরত থাকেন নবীন পট্টানায়েকের নেতৃত্বাধীন বিজু জনতা দলের লোকসভা ও রাজ্যসভা সাংসদরা। সংখ্যার হিসেবে এনডিএ প্রার্থীর তুলনায় এগিয়ে রয়েছেন ইউপিএ প্রার্থী। কংগ্রেসের দাবি, হামিদ আনসারির পক্ষে কমপক্ষে ৫০০ জন সাংসদের সমর্থন নিশ্চিত করে ফেলেছে তারা। সবমিলিয়ে পরিস্থিতির বিচারে দেশের চতুর্দশ উপ-রাষ্ট্রপতি হিসাবে হামিদ আনসারির জয় একরকম নিশ্চিত। সেক্ষেত্রে সর্বপল্লী রাধাকৃষ্ণনের পর হামিদ আনসারিই হবেন ভারতের দ্বিতীয় পুনর্নির্বাচিত উপরাষ্ট্রপতি।

.